Advt

Advt

ekakitwa-kabita-poem-poetry-by-suman-hajra-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-একাকীত্ব-কবিতা-সুমন-হাজরা

তুমি ঘুমাও,আমি জাগি,

আলোর শিখা জ্বলে একা।

তোমার স্মৃতিতেই আজও

জ্বলে থাকে অন্তররেখা।

ভালোবাসা ছিল,তবু আজ

ভালোবাসি আমি একাই,

নিঃসঙ্গ সুরে বাজে মন,

সাথীহীন ব্যথার কান্নায়।

সূর্য ওঠে,চাঁদও হাসে,

আকাশ থাকে আগের মতো,

তবু আমার ভেতর জুড়ে

অন্ধকার নামে প্রতিদিন যত।

আমি একা—তবু হৃদয়ে

বাজে তোমারই কথা,

নীরবতার মাঝেই লেখা

একাকীত্বের গাথা।


কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

কবি পরিচিতি -

কবি সুমন হাজরা ঘাটালের বাসিন্দা। বর্তমানে কোলাঘাটে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র। ফটোগ্রাফি,সাহিত্যচর্চা করতে এবং গান শুনতে বেশি ভালবাসেন। জীবনের ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে আর ছবিতে বন্দি করাই তার নেশা।