খাতার কোণে শুকিয়ে আছে এক আঁচড়,
তোমার মতো রেখা হয়ে রয়ে
গেছে চুপচাপ ।
চকের ধুলো উড়ত যেমন
হাওয়ায় পথহীন,
ঠিক তেমনি তোমার চোখেও ছিল
না
কোনো গন্তব্য,শুধু
অনুভব।
যখন তুমি,আমি মিলে
ঠিক করতাম দুপুরবেলায়,
স্কুলে আসব - শুধু একবার
দেখা হবে বলে।
তুমি হাতটা কপালের কাছে তুলে
রোদের আলো আটকানোর চেষ্টা
করতে,
আমি উপর থেকে চুপিচুপি
তাকিয়ে দেখতাম—
কি মিষ্টি লাগতো তোমার সেই
অপরূপ মুখ,
যেন রোদটা থেমে যেত তোমার
হাসির সামনে।
আর আমার সেই দৃষ্টি দেখে
আমাদের বন্ধুরা মজা করত
পুরো ক্লাসটাই জানত
আমাদের ছোট্ট গোপন দুপুরের
গল্প।
যখন তুমি আমার কাছে এসে দুঃখ,
ভালোবাসার গল্পগুলো খুলে
বলতে,
আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা
করতাম
তোমাকে একটু ভালো রাখার।
সবকিছুই আমাকে আপ্লুত করত,
মনে হতো,এই
পৃথিবীর
সবচেয়ে সুন্দর ভাষা হয়তো
তোমার যত্নের মধ্যেই লুকিয়ে
আছে।
সবকিছু জানলে তুমি,
তবু সবটা ধীরে ধীরে খাতার
কোণে
এক অমলিন আঁচড় হয়ে রয়ে গেল।
কবি পরিচিতি -
কবি সুমন হাজরা ঘাটালের
বাসিন্দা। বর্তমানে কোলাঘাটে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র।
ফটোগ্রাফি,সাহিত্যচর্চা করতে এবং গান শুনতে বেশি ভালবাসেন। জীবনের ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে আর ছবিতে বন্দি করাই তার নেশা।
.jpg)