Advt

Advt

mayajal-kabita-poem-poetry-by-dhananjoy-paul-tatkhanik-digital-bengali-bangla-web-bengali-online-e-magazine-মায়াজাল-কবিতা-ধনঞ্জয়-পাল

 

কুলু কুলু বয়ে যাবো একাকী

পরজনমে আমি হবো নদী

বন্ধু হয়ে গিয়ে বিলীন হবো

দু'হাতে সাগর জড়িয়ে ধরে যদি

 

আসবে যাবে কতো নাও

বইবে কতো খেয়াতরী

মাঝি কত গাইবে গান

একে একে ঘাট যতো যাবে সরি সরি

 

চলবো আমি আপন মনে

ভুলবো যতো মাঝির গান

জড়াবো না কোনো মায়ার জালে

ভুলবো যতো সুখ দুঃখের পিছুটান

 

কুলু কুলু বয়ে যাবো একাকী

পরজনমে আমি হবো নদী

বন্ধু হয়ে গিয়ে বিলীন হবো

দু'হাতে সাগর জড়িয়ে ধরে যদি


কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবি পরিচিতি –

ধনঞ্জয় পাল চাকুরীজীবি। শিলিগুড়ি নিবাসী। সংস্কৃতিমনস্ক, সাহিত্যপ্রেমী । বিভিন্ন সাহিত্য পত্রিকায় লেখালিখি করেন। সাহিত্য নিয়ে থাকতেই বেশি ভালবাসেন।