Advt

Advt

satarkatar-click-kabita-poem-poetry-by-sanjay-sarkar-tatkanik-digital-bengali-web-bangla-online-e-magazine-সতর্কতার-ক্লিক-কবিতা-সঞ্জয়-সরকার

satarkatar-click-kabita-poem-poetry-by-sanjay-sarkar-tatkanik-digital-bengali-web-bangla-online-e-magazine-সতর্কতার-ক্লিক-কবিতা-সঞ্জয়-সরকার 

জ্বলে ওঠে স্ক্রিন, আলোর হাসি ছড়ায়,

রাতের আঁধারে হুমকিও লুকায়।

ফিশিং ইমেল, ভেজাল লিঙ্কের জাল,

চতুর মিথ্যে টানে তথ্যের কাল।

 

দুর্বল পাসওয়ার্ড, খোলা দরজার ছায়া,

মজবুত, অনন্য—সাবধানের কায়া।

অক্ষর, সংখ্যা, প্রতীক মিশিয়ে,

পরিবর্তন করে রাখো সুরক্ষার দিশায়।

 

অনলাইনে অজানা সবাই ভদ্র মনে হয়,

কিন্তু অন্তরে সকলের সৎ নয়।

সোশ্যাল মিডিয়া, চ্যাট, এবং অ্যাপের খেলা,

ভেবে দেখো শেয়ার করার আগে সব মেলা।

 

ম্যালওয়্যার, স্পাইওয়্যার, র‍্যানসমওয়্যার হঠাৎ আসে,

তোমার তথ্য চুরি করতে চোখ রাখে।

ডাউনলোড সাবধানে, লিঙ্ক চেক করে,

ক্লিক করার আগে থামো, ভাবো একটু পরে।

 

দুই-ফ্যাক্টর অথেনটিকেশন বন্ধু সেরা,

অতিরিক্ত স্তর দেয় নিরাপত্তার ঘেরা।

সফটওয়্যার আপডেট, প্যাচ লাগানো,

তোমার সিস্টেমকে রাখে নিরাপদে বাঁধানো।

 

পপ-আপ, বিজ্ঞাপন, প্রতারণার ছল,

ভুয়া পুরস্কার, মিথ্যা প্রোগ্রামের জল।

সন্দেহজনক কাজ দেখলে রিপোর্ট করো,

ওয়েব নিরাপদ করতে সাহায্য করো।

 

সতর্ক, সচেতন, নেতৃত্ব নাও,

সাইবার-স্মার্ট অভ্যাসে পথ হও।

জ্ঞানই শক্তি, সবসময় সচেতন থাকো,

অনলাইন নিরাপত্তা দিয়ে যত্ন দেখাও।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন । 

কবি পরিচিতি –

সঞ্জয় সরকার থাকেন রায়গঞ্জ-এ। ছোট থেকে লেখালেখির অভ্যাসতিনি মাস্টার্স কমপ্লিট করেছেন ও আরো উচ্চ শিক্ষার মধ্যে আছেন। সাহিত্যকে ভালবাসেন তাই সময় পেলেই লিখতে বসে যান।