Advt

Advt

sishumon-kabita-poem-poetry-by-dipanwita-bandopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-শিশু-মন-কবিতা-দীপাণ্বিতা-বন্দ্যোপাধ্যায়

sishumon-kabita-poem-poetry-by-dipanwita-bandopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-শিশু-মন-কবিতা-দীপাণ্বিতা-বন্দ্যোপাধ্যায়
 

শিশুদের হচ্ছে শৈশব চুরি

এ তো বড়দের জারিজুরি ।

শিশুরা হচ্ছে ঘর-বন্দী 

এ তো বড়দেরই ফন্দি ।

হাতে দিলে মুঠোফোন

শিশুরা শান্ত তখন ।

থাকে না তাদের নড়াচড়া

বড়দেরও যেন দায়সারা ।

আড়াই তিনেই যাচ্ছে স্কুল

মা - বাবারই নিতান্ত ভুল ।

শুরু থেকেই কড়া শাসন

খেলতে নেই যখন তখন ।

নাচ-গান , পড়া , খেলা,

লেখা , আঁকা , ছড়াবলা ,

সবেরই আছে সময় ধরা

হয় না যা ইচ্ছে তাই করা ।

গল্প করার নেইকো সময়

তাতে যে নিয়ম ভাঙা হয় ।

খেতে নেই কারো টিফিন ,

দিতে নেই কোনও ভাগ ,

মা - বাবারাই করে দেয়

তাদের জীবন বরবাদ ।

নিয়মে চলা , নিয়মে বলা

নিয়মের কড়াকড়ি,

শিশুমন চায় যে তখন

নিয়ম থেকে হাঁফ ছাড়ি ।

মা - বাবা তো দেয় না শিক্ষা

ভালবাসতে সঠিক দীক্ষা ।

শিশু তো পায় না তার সময়

এখন ভেবেও আর কি কিছু হয় !

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

কবি পরিচিতি –

শিক্ষকতা ও সংসার সমুদ্রে ভাসতে ভাসতে সাহিত্য চর্চার সময়ে টান পড়েছিল এক সময়ে। মনের সুপ্ত বাসনা মনেই লুকিয়ে ছিল । সময় পেলেই খাতা, কলম নিয়ে বসে যান লিখতে। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন। মনের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো বেড়িয়ে আসে কবিতা হয়ে। কবিতাকে ভালবেসে ফেলেছেন।