Advt

Advt

sarater-sakal-kabita-poem-poetry-by-sanjay-sarkar-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-শরতের-সকাল-কবিতা-সঞ্জয়-সরকার

sarater-sakal-kabita-poem-poetry-by-sanjay-sarkar-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-শরতের-সকাল-কবিতা-সঞ্জয়-সরকার
 

ভোরের আলো ঝরে শিশিরে,

ঘাসের ডগায় রূপকিরণ,

হাওয়ার বুকে কুয়াশা মাখে—

নতুন দিনের প্রথম স্মরণ।

 

পাখির সুরে ঝরে আনন্দ,

দূরের মাঠে ধানের ঢেউ,

সবুজ পাতায় রোদ লেগে যায়,

মনটা ভাসে বোঝেনা কেউ।

 

গন্ধ মাখা পূজার সকাল,

ফুলের গন্ধে ভরে গ্রাম,

শঙ্খধ্বনির আওয়াজ শুনে,

আনন্দেতে জাগে যে প্রাণ।

 

খাল,বিল আর নদীর জলে,

শোনায় কত নতুন গান,

শান্ত নীরব দৃশ্যপটে—

মানুষের জুড়ায় প্রাণ।

 

হালকা শীতের শিহরণে,

নলেন গুড়ের গন্ধ ভাসে,

সবাই কেমন উৎফুল্ল হয়,

রকমারি খাবার আশে।

 

শরৎ মানে শান্ত সকাল,

শরৎ মানে পূজার গান,

শরৎ মানে ঢেউ–এর নদী,

প্রকৃতির মাঝে মুগ্ধ প্রাণ।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন । 

কবি পরিচিতি –

সঞ্জয় সরকার থাকেন রায়গঞ্জ-এ। ছোট থেকে লেখালেখির অভ্যাসতিনি মাস্টার্স কমপ্লিট করেছেন ও আরো উচ্চ শিক্ষার মধ্যে আছেন। সাহিত্যকে ভালবাসেন তাই সময় পেলেই লিখতে বসে যান।