Advt

Advt

oushadh-shudhu-botole-nay-kabita-chhara-by-sanjay-sarkar-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ঔষধ-শুধু-বোতলে-নয়-সঞ্জয়-সরকার

oushadh-shudhu-botole-nay-kabita-chhara-by-sanjay-sarkar-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ঔষধ-শুধু-বোতলে-নয়-সঞ্জয়-সরকার


ঔষধ শুধু বোতলে নয়, ট্যাবলেটে নয় ভাই,

ব্যায়াম করলে শরীর বলে— “সুখে আছি তাই!”

 

প্রকৃতির কোলে বসে নাও একটুখানি নিশ্বাস,

সব দুঃখ দূরে যাবে,মুছে যাবে হতাশ।

 

হাসি হলো শ্রেষ্ঠ ওষুধ,মনটা করে হালকা,

সব রাগ-ঝামেলা উড়ে যায়,মনের মেঘটা ফাঁকা।

 

সবজি খাও রঙিন করে,দেহে জাগে বল,

ভালো ঘুমে মুক্তি মেলে,শান্তি পায় মন।

 

সূর্যের আলো,সোনার দান,শক্তি দেয় প্রাণে,

কৃতজ্ঞতা আর ভালোবাসা রাখে হৃদয় টানে।

 

বন্ধুর হাসি,সঙ্গ ভালো,জীবন করে মিষ্টি,

ধ্যানে বসো প্রতিদিন, মন হবে পবিত্র দৃষ্টি।

 

তাই বলি সবাই শুনো,সহজ এই বাণী—

প্রকৃতির মাঝে খুঁজে নাও,জীবনের ঔষধখানি।

লেখকের অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন । 

লেখক পরিচিতি –

সঞ্জয় সরকার থাকেন রায়গঞ্জ-এ। ছোট থেকে লেখালেখির অভ্যাসতিনি মাস্টার্স কমপ্লিট করেছেন ও আরো উচ্চ শিক্ষার মধ্যে আছেন। সাহিত্যকে ভালবাসেন তাই সময় পেলেই লিখতে বসে যান।