Advt

Advt

kuyasa-sariye-dekhi-kabita-poem-poetry-by-ananta-krishna-dey-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-কুয়াশা-সরিয়ে-দেখি-অনন্ত-কৃষ্ণ-দে

kuyasa-sariye-dekhi-kabita-poem-poetry-by-ananta-krishna-dey-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-কুয়াশা-সরিয়ে-দেখি-অনন্ত-কৃষ্ণ-দে
 

পাহাড়ের চুড়োয় মাথা উঁচু করে বড় বড় গাছ

আকাশকে কাছে পেতে চায়, রোদের উজ্জ্বলতা

ম্লান করে ওপাশে সুগভীর খাদ;

নিরুদ্দেশের পথে ঝরাপাতা-মরা পাতার সমাহার।

কুয়াশা সরিয়ে দেখি তখনও এক আবছা মুখ

সারাজীবন সুদূর থেকে স্বপ্ন দেখা;

সব যেন মন্ত্রবৎ এক অপার্থিব চিন্তার ফল,

কাছে এলে কোন মায়াবলে জলবৎ মরীচিকা?

উৎসবের ভিড়কে ঠেলে ফেলে, অন্ধকারে

এ কোন  অতল গভীরে ঝাপ দেয় চিরসুখ!

কখনও পাখির দলে মিশে গিয়ে

এক নির্বিকল্প আশ্রয়ের খোঁজে

গাছের মাথা ছুঁয়ে উড়ে যেতে হবে একদিন।

ঝড় উঠেছে খুব, ঝড়ে উড়তে উড়তে অন্ধকারে

হারিয়ে যাচ্ছে ভবিতব্য-হীন নানা স্মৃতি ;

রঙবেরঙের দিনগুলি মিশে গেছে খাদের অতলে।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

-----------------------------------------------------------------------------------------

কবি পরিচিতি  - 

জন্মঃ কলকাতার বাগবাজারে। মহারাজা কাশিমবাজার স্কুল ও বিদ্যাসাগর কলেজে পড়াশুনা। বিজ্ঞানে স্নাতক। স্কুলকলেজঅণু পত্রিকা ও বিভিন্ন ম্যাগাজিনে লেখা   নাটক ও স্কাউটিং এর সাথে যুক্ত। বর্তমানে দিল্লী ও কলকাতার বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করেন। কলমের সাত রঙ পত্রিকার একজন সক্রিয় সদস্য।