Advt

Advt

ketegelo-samay-kabita-poem-poetry-by-manisha-kar-bagchi-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-কেটে-গেল-সময়-মনীষা-কর-বাগচী

ketegelo-samay-kabita-poem-poetry-by-manisha-kar-bagchi-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-কেটে-গেল-সময়-মনীষা-কর-বাগচী
 

বেশ তো আছি

মেঘ করে,রোদ হয়

সময়ে অসময়ে জল‌ও ঝরে

কেটে যায় সময়।

 

প্রখর তপন তাপে জ্বলি না এখন আর

ভুলে গেছি মন খারাপের ভাষা

তিল তিল ঝরছে অযত্নে গড়া আশা।

 

হৃদয়ের আর্জি কবুল হয়নি

ধূলায় লুটিয়ে প্রেম

কারো কি কিছু যায় আসে?

মন কেমনের দুরন্ত বৈশাখে পাইনি পাশে।

 

ভালোই আছে,সবটুকু কষ্ট আমার ভাগে

অশোক পলাশ রইলো গাঁথা

 স্পর্শহীন,মালাহীন শূন্য খোঁপা,শ্রীহীন মাথা।

 

একবার‌ও কি পাঁজর ঘরে ওঠেনি ঝড়?

আলিঙ্গন আকাঙ্ক্ষায় উতলা হয়নি হিয়া?

কখনো কি জানতে ইচ্ছে করে না,

নির্জনে কেমন কাঁদে পাপিয়া?

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন । 

কবি পরিচিতি -

কৈশোর কেটেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি গ্রামে। বৈবাহিক সূত্রে দিল্লিতে আসা । ছোটবেলা থেকেই লেখালিখি শুরু। স্কুলের ম্যাগাজিনে লেখা প্রকাশিত হত। 

এ পর্যন্ত ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। দিল্লিকলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লেখা প্রকাশিত হয়। প্রতিদিনই কিছু না কিছু লেখেন। লেখার মধ্যেই আনন্দ খুঁজে পান।