Advt

Advt

israel-ke-who-is-israel?-story-from-old-testament-by-nandita-saha-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ইজরায়েল-কে?-নন্দিতা-সাহা

 ধারাবাহিক  প্রতি বুধবার ও রবিবার

(ওল্ড টেস্টামেন্ট থেকে)

israel-ke-who-is-israel?-story-from-old-testament-by-nandita-saha-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ইজরায়েল-কে?-নন্দিতা-সাহা

বেশ কিছু সময় কেটে  গেল,জেকবের মনের মাঝে সেই ছোটবেলার দিনগুলি উকি দেয় । খুব   ইচ্ছে হয় তাঁর যমজ ভাই  ইসাউ কে দেখতে  !  কেমন  সুন্দর  থাকত বাবা মায়ের সাথে !  ইসাউ !  কেমন হয়েছে সে !   নিশ্চয়ই   সুপুরুষ , বলিষ্ঠ    নিশ্চয়ই তার অনেক সন্তান সন্ততি  ! সে কি এখনও তার ওপর  রেগে আছে !  একবার যদি দেখা হত , ভাই কে জড়িয়ে ধরত ! ইস! একবার যদি দেখা হত! কি ভালই না লাগতো। জেকব তাঁর এক বিশ্বস্ত অনুচরকে ঠিক করল । কিছু লোক নিয়ে  দূত  যাবে ইসাউ র  কাছে , তাকে জেকবের কথা জানাবে । জেকব তাঁর দাদাকে দেখার জন্য উদগ্রীব ।

রওনা হোল দূত । কিন্তু খুব শিগগিরি তারা ফিরে এলো।   জেকব কে খবর দিল , ইতিমধ্যে ইসাউ তাদের শিবিরের দিকেই আসছে । তার সাথে প্রায় চার শো লোক । ভয়ে থর থর করে   কেঁপে  উঠল জেকব। আর নিস্তার নেই । বোঝাই যাছে ইসাউর রাগ এখনো  কমেনি । এবার ইসাউ কেবল জেকব নয়, তাঁর পুরো  পরিবার,সন্তানদের,লোকজন দের হত্যা করবে।  দুশ্চিন্তায় কাতর জেকব,নিদ্রাহীন। কি করে সবাই কে বাঁচাবে ! ইসাউর  সাথে যে লোক  বল ও প্রচুর। দুশ্চিন্তায় ,মৃত্যু ভয়ে আতঙ্কিত । এবার আর রক্ষে  নেই ।

জেকব বুদ্ধি করে কিছু উপহার পাঠাল। ভেড়া  , উট , দুধেল গাই , মাল বহন কারী   শক্তিশালী গাধা ।  উপহার নিয়ে জেকবের দূত রওনা হোল ।  রাতের অন্ধকারে জেকব তাঁর স্ত্রী সন্তান দের একটি পাহাড়ের আড়ালে লুকিয়ে নিজে প্রহরায় রত ।

গভীর রাতে সবাই ঘুমে বিভোর । এমন সময় কে অজানা, অচেনা অতর্কিতে আক্রমণ করল । ভীষণ   শক্তি  নিয়ে জেকব ঝাঁপিয়ে পড়ল । এই আক্রমণকারীকে সে কিছুতেই তাঁর পরিবারের কাছে , পৌছুতে দেবে না। সারা রাত   চলল  ধুন্ধুমার লড়াই । সূর্যোদয়ের সাথে সাথে লড়াই শেষ , অথচ  জেকব   তার মুখ দেখতেই পারল না ।  কে ? কে তাকে আক্রমণ  করেছে ?

এইবার  জেকব কে অবাক করে   সে   বলল ,

তুমি ঈশ্বরের সাথে লড়াই করেছ । এবং জিতেছ । আজ থেকে তোমার নাম , ইজরায়েল । তোমার জাতিকে ইজরায়েলী  নামেই জানবে জগতবাসী ।    ’’

জেকবের গলায় তখন নরম সুর । বুঝতে বাকি নেই ইনি কোন সাধারণ মানুষ নন । ইনিই ঈশ্বর। দেবদূত ।  জেকবের বিশ্বাস  স্বয়ং ঈশ্বর এসেছিলেন । জেকবের ঈশ্বর দর্শন হোল । জেকব আপ্লুত । ঠিক এই মাটির ওপর  দাড়িয়ে   প্রভু তাকে আশীর্বাদ করলেন । এখানেই তাঁর ঈশ্বর দর্শন হয়েছে । জেকবের দুই চোখে আনন্দের অশ্রু ধারা । জেকব জায়গাটির নাম দিল, “পেনিয়াল “, ঈশ্বরের মুখ [ ফেস অফ গড ] ।

সূর্য মাথার ওপর উঠল , জেকব দেখতে পেল ঐ দুর থেকে এগিয়ে আসছে সৈন্য সামন্ত নিয়ে তাঁর ভাই ইসাউ। জেকব তাঁর স্ত্রী লেহা, রাচেল , জোসেফ , এবং সন্তান দের নিয়ে এগিয়ে  গেল।  ইসাউ কাছে আস তেই  জেকব দাদার পায়ের কাছে মাথা নত করে বসল,তাকে    কুর্নিশ জানাল । ইসাউ র  দুই চোখে জল । জড়িয়ে ধরল ভাই কে ।

অবশেষে দুই ভাইয়ের সব রাগ ভুলে মিলন মেলা । চারিদিকে আনন্দ লহরি । ইসাউ   তো জেকবের সাথে এত লোকজন , নর নারী , ছোট ছোট বাচ্চা , কিশোর  ,কিশোরী দেখে অবাক । এরা কারা !! খুশিতে ডগমগ জেকব স্ত্রী সন্তানদের সাথে দাদার পরিচয়   করিয়ে  দিল।  কিন্তু   ইসাউর চোখে  প্রশ্ন , এত উপহার সামগ্রীই   বা   কেন ! তাঁর তো এখন অনেক আছে। এখন সেও ধনী । কিন্তু জেকব   ছাড়ার  পাত্র নয় , উপহার তাকে গ্রহণ করতেই হবে ।  চারিদিকে  খুশির  আমেজ । বহু বছরের    তিক্ততার  সম্পর্ক ধুয়ে মুছে  গড়ে  উঠল অটুট বন্ধন।

ক্রমশ ………

পরের অংশ পড়ুন আগামী বুধবার ।

লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন । 

লেখিকার পরিচিতি -

জন্ম পশ্চিমবঙ্গ-র কুচবিহার শহরে। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। প্রথম কবিতার বই ' সুখের ঠিকানা', গল্প সংকলন 'চিরন্তন'। ইংরেজি কবিতার বই  'Bouuet of Poems'  বিভিন্ন পত্রিকায় লেখেন। বেশকিছু কিশোর সংকলনে গল্প প্রকাশিত হয়েছে। 

স্টেটস্‌ম্যান, সুখবর, সকালবেলা ইত্যাদি খবরের কাগজে গল্প প্রকাশিত হয়েছে।  দেশ,  সানন্দা, প্রসাদ, সারথি পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ লেখেন। 'Times of India'-তে বেশ কয়েকবার কবিতা প্রকাশিত হয়েছে। কবিতা দিয়ে সাহিত্য জীবনের শুরু।বর্তমানে কিশোর ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প লিখতেই বেশি ভাল বাসেন ।  বহু e magazine এ লেখেন ।  

natun-bachhar-short-story-galpo-by-nandita-saha-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-নতুন-বছর-নন্দিতা-সাহা