ধারাবাহিক উপন্যাস – প্রতি বৃহস্পতিবার ।
পর্ব - ৭১
Where I
hid my face,your touch,quick,merciful,
Blindfolded
me. A god breathed from my lips.
If that
was illusion, I wanted it to last long;
To
dwell,for its daily pittance,with us there,
Cleaning
and watering, sighing with love or pain.
মারিয়ার গল্পটা তো জোসেফের আত্মহত্যার
পর পরই শেষ হয়ে যেতে পারত। বাভ্রবির সামনে এখন রাতের শীতভরা আকাশ। ক্রিসমাস
ফ্যাষ্টিভ্যাল-এ চলছে হুল্লোড় এবং পার্টি।
এরকমই একটা ক্রিসমাস পার্টিতে একা রাতের আকাশ এবং প্লেনের উড়ে যাওয়া দেখতে দেখতে
ভাবছিল বাভ্রবি। সামনে লাইম জুসের
গ্লাস। গতরাতে প্রকৃতির
সঙ্গে অনেক ক্ষণ কথা হল।
--"মা,জানো তো,এখানে
ক্রিসমাস একেবারেই অন্যরকম ভাবে পালন করে । আমরা যেরকম শুধু পার্টি,হই চৈ করি,এরা
কিন্তু ক্রিসমাস এ সেসব কিছুই
করে না। সবাই তাদের এজেড মা,বাবা,এক্সটেন্ডেড
ফ্যামিলির সাথে কাটায়। আমরা এখন,ডেন্টন এ
বেড়াতে এসেছি। আমাদের ওখানে ঠাণ্ডা এবং
বরফ। এখানে,মানে,টেক্সাস-এ অনেকটা
দিল্লির মতোই ঠাণ্ডা। রেস্তোরায় সবাই মা,বাবা,দাদু,ঠাকুমা, দিদা--এবং
অনেক সময় ডিভোর্স হয়ে যাওয়া মা,বাবার ছেলেমেয়েরা ও তাদের স্টেপ ফাদার,বা স্টেপ
মাদার বা কাজিনদের সঙ্গে সময় কাটাচ্ছে। দারুণ
লাগছে।"
বাভ্রবির মনে হল সেটাই
তো হওয়া উচিত। যাঁর জন্ম দিন
নিয়ে এই উৎসব--তিনি তো সাধারণ জোলা,কামার,মৎস্যজীবীদের জন্য
তদানীন্তন সিস্টেমের বিরুদ্ধে লড়াই
করেছিলেন। যীশু তো যথার্থ ভাবেই রিফর্ম করতে চেয়েছিলেন। আর সেজন্যই তাঁকে পুরোহিত
তন্ত্র এবং রাজতন্ত্র--এই দুই সিস্টেম--অথবা বলতে গেলে দুটোর একত্রিত যে এক্সপ্লয়টেশন চলছিল--সেই সামন্ততন্ত্রের রোষানলে পড়ে ক্রুশবিদ্ধ হতে
হয়েছিল। আচ্ছা,যীশু তো প্রকৃতপক্ষে
সাধারণ মানুষের জন্য
লড়াই করেছিলেন--উত্তর আকাশের
দিকে তাকিয়ে যেন সঠিক উত্তর খোঁজার
চেষ্টা করল বাভ্রবি। --"জার্নি অফ থ্রি মেজাই--"প্রাচ্য থেকে
একটি তারা লক্ষ করে তিনজন জ্ঞানী ব্যক্তি
যীশুর জন্মের পর বেথলেহামের দিকে যাত্রা
শুরু করেছিলেন। বাভ্রবি লাইম জুসের গ্লাসে আলতো একটি চুমুক দিয়ে ভাবল--মিথ আর রিয়েলিটি যেখানে মিশেছে,সেখান
থেকেই কিছুটা হলেও সত্য ছেঁকে তোলা যায়। মিথ আর রিয়েলিটি যে বিন্দুতে
সেকহ্যান্ড করেছে সেটাই কি ম্যাজিক রিয়েলিজম?
ভাবতে ভাবতেই জিমখানা ক্লাবের হ্যালোজেন লাইটগুলো শরীর
পাল্টাতে থাকে। জিমখানা ক্লাবের
দেয়াল জুড়ে প্রি-ইন্ডিপেনডেন্স গ্রাফিত্তিনামা। ব্রিটিশ অফিসারসদের
হল্লাবোল।
--"আজ আরেক
টেররিষ্ট কে আমাদের পোলিশ ধরিয়াছে--। হি ওয়াজ ইন আওয়ার ওয়ান্টেড লিস্ট। চলো আজ
শেরি আর শ্যাম্পেন দিয়া সেলিব্রেট
করিব।"
--"চিয়ার্স।
--"হুররে--"
"বৌদি,একা একা
কি ভাবছ?"
বাভ্রবির চিন্তা জাল
ছিন্ন। জিমখানা ক্লাবে এখন
দেশী সাহেবদের রমরমা
।
--"বৌদি,বসব?"
হাতে রেড ওয়াইনের টলটলে
গ্লাস। সঞ্জীব দত্তের স্ত্রী
অন্তরা। সঞ্জীব যুধাজিতের কলিগ।
--"আরে বস,বস। আমাকে
আবার জিজ্ঞেস করে তবে বসবে?"
অন্তরা একটু হেসে
উল্টোদিকের চেয়ারে বসে টলটলে গ্লাসে
চুমুক দিয়ে সোজাসুজি বাভ্রবির চোখে চোখ রেখে বলল
--"আচ্ছা,বৌদি,আপনি
ড্রিংক করেন না,না? কেন করেন
না? কোন রকম ট্যাবু?"
বাভ্রবি হাসল--"এটা
একান্তই আমার ব্যক্তিগত
পছন্দ, অপছন্দের ব্যাপার।
এর সাথে কোন মরালিটি বা ট্যাবুর প্রশ্নই ওঠে না।"
--"না,মানে
যুধাজিতদা তো খান-"
--"তো? এটা ওর
ব্যক্তিগত পছন্দ--"
--"আচ্ছা,ধরুন,আপনি যদি
ড্রিংক করতেন,দাদার আপত্তি হতো?"
এবারে একটু কঠিন হয়েই জবাব
দিল বাভ্রবি
--"এ
প্রশ্ন আসছে কেন?আমি তো
বললামই এটা যার যার পছন্দ,অপছন্দের বিষয়।"
অন্তরা হেসে বলল
--"আমার স্বামীর তো আমার ড্রিংক
নেবার ব্যাপারে দারুণ আপত্তি--বলে মেয়েদের হার্ড ড্রিংকস নেওয়া নাকি ওর পছন্দ নয়। অথচ দেখুন ও নিজে তো খায়। আর আমি তো কিছু বলিনা।"
বাভ্রবি এ প্রশ্নের
কোনও জবাব না দিয়ে একটু হেসে বলল
--"এই ব্যাপারটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি থার্ড পার্সন।"
অন্তরা এবার একটু হেসে বলল
--"সঞ্জীব আপনার উদাহরণ
দিয়ে বলে আপনি ড্রিংক করেন না,তাই আপনাকে ও শ্রদ্ধা করে।"
বাভ্রবি অস্বস্তিকর হেসে বলল
--"এটা
আবার কেমন কথা,অন্তরা--"
অন্তরা গ্লাসে চুমুক দিয়ে বলল
--"সেটাই তো । তাহলে তো ওর নিজের ও খাওয়া উচিত --নয়--"
বাভ্রবির মনে হল এই
ডাবল স্ট্যান্ডার্ড,পুরুষ ও নারীর
জন্য পৃথক কোড অফ কন্ডাক্ট আমাদের
সামাজিক সিস্টেম - এর
আরেকটি বর্জ্য পদার্থ।
--"অন্তরা,আজ
এই জিমখানা ক্লাবের ক্রিসমাস
পার্টি দেখে মনে হচ্ছে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে ঠিকই--কিন্তু খোল নলচে বিশেষ বদলায় নি।"
--"ম্যাডাম, প্লিজ কাম,ডিনার হ্যাজ
বিন সার্ভড।"
দীপেশ হাসি মুখে দাঁড়িয়ে ঘোষণা করল।
দীপেশ--ও,আর আরও দু
একজন মিলে আজকের এই পার্টি থ্রো করছে--কারণটা আর কিছু নয়,ওদের
প্রমোশন সেলিব্রেশন । দীপেশ সুন্দর
ছিমছাম, ওর স্ত্রী ও তাই--সেও একজন
আর্কিটেক্ট।
অন্তরা আর বাভ্রবি উঠে
দাঁড়িয়ে বলল
-"ওকে--উই
আর কামিং--"
চুপ চাপ হেঁটে যেতে যেতে বাভ্রবির মনে পড়ল
রামদীনের কাহিনী।
মারিয়া এমনি এক ক্রিসমাস পার্টির
দিনে ধর্ষিতা হয়েছিল--ওর মনিবের জি কে টুর প্রাসাদোপম বাড়িতে।
জিমখানা ক্লাবে এবার সুন্দর
ক্রিসমাস সঙ বাজছে
-"জিঙ্গল
বেল,জিঙ্গল বেল,জিঙ্গল অল দ্য
ওয়ে--"
গানের তালে তালে হালকা নাচ,হাতে
রঙিন পানীয়---।
ক্রমশ …………
৭২তম পর্ব পড়ুন আগামী বৃহস্পতিবার
লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
লেখিকার পরিচিতি
–
জন্ম-কলকাতায় । আসামের বরাক উপত্যকায় বড় হয়ে ওঠা ।
প্রকাশিত
গ্রন্থ
১--সাপ শিশির
খায় (গল্প গ্রন্থ)
২--দেবী দহন--(কবিতা গ্রন্থ)
.jpg)