Advt

Advt

icchamayee-kabita-poem-poetry-by-shaktipada-mukhopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ইচ্ছাময়ী-শক্তি-পদ-মুখোপাধ্যায়

 

icchamayee-kabita-poem-poetry-by-shaktipada-mukhopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ইচ্ছাময়ী-শক্তি-পদ-মুখোপাধ্যায়

ডানহাতে তোর খড়্গ ধারণ,

বাঁ হাত করে শঙ্কাহরণ”,

সৃষ্টি ও ধ্বংসের ত্রিলোকের মা তুমি

সকল সঙ্কটে করি তোমায় স্মরণ।

 

পার্বতী দেবীর সৃষ্টি দেবী কৌশিকী

চণ্ডী-পুরাণে জানি বর্ণনা আছে তার,

দেবী করেন সৃষ্টি দেবী কালিকার

চণ্ড ও মুণ্ডকে যিনি করেন সংহার।

 

দেবী কৌশিকী মিলে মা কালীর সাথে

দৈত্য রক্তবীজে করেন বিনাশ,

রক্তবীজের রক্ত মা কালী করেন পান 

উল্লসিত দেবগণ স্বর্গের পেয়ে রাশ।

 

যুদ্ধের শেষে কালী বিলীন কৌশিকীতে

বিলীন কৌশিকী দেবী পার্বতী-অঙ্গে,

ছিন্নমস্তা, দক্ষিণা-কালী, বামা-কালী,ভদ্রকালী,

বহুরূপে বিদ্যমান তুমি আপামর বঙ্গে।

 

দশমহাবিদ্যার নামে প্রথমা দেবী তুমি

কালের পূর্ণতায়” তুমি যে অগণ্য,

শ্রীরামকৃষ্ণের দেখা তোমায় দক্ষিণেশ্বরে

বামাক্ষ্যাপা তারাপীঠে তব কৃপাধন্য।

 

“*হায়াবদন”-এ দেখি তোমারই মহিমা

রামপ্রসাদের গান অমর করেছ তুমি,

“**দি ট্রান্সপোজড হেডস”–এও তোমার জয়গান

সে গল্পের পটভূমি যদিবা বিদেশ-ভূমি।

 

কালীপূজোর রাতে মণ্ডপে মণ্ডপে তুমি

শৈশবে হেমন্তে গৃহে বাজির আঙিনা,

আমায় ক্ষমা করো শব্দ-দূষণ করিনা আর

অকারণে তোমার নামে দিব্যিও দেই না।

 

  বিশিষ্ট নাট্যকার গিরীশ কারনাডের লেখা একটি নাটকের নাম “হায়াবদন”

** স্বনামধন্য জার্মান ঔপন্যাসিক থমাস মানের লেখা একটি উপন্যাসের নাম

The Transposed Heads”

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবির পরিচিতি -

শক্তি পদ মুখোপাধ্যায় - এর লেখা কবিতা,গল্প এবং প্রবন্ধ বিভিন্ন সামাজিক মাধ্যমে পাঠকদের প্রশংসা লাভ করেছে। কয়েক বছর আগে শক্তিপদবাবুর লেখা এবং পরিচালনায় একটি গীতিনাট্য প্রভূত সাফল্যের সঙ্গে মঞ্চস্থ হয়। ওনার লেখা কবিতাগল্প ও প্রবন্ধ  বর্ডারলেসপাসএজারমলিকুলবেটার দ্যান স্টারবাক্‌সদি ড্রিবল ড্রেবল রিভিউতাৎক্ষনিকদি পোয়েটমাইন্ডফুলডিপ ওভারষ্টককাফেলিটম্যাগাজিনইন্ডিয়ান পিরিয়ডীকালডাউন ইন দা ডার্টএকাডেমী অফ দি হার্ট এন্ড মাইন্ডমিউজ ইন্ডিয়াবিবেকবার্তাশব্দদ্বীপসেতুদৈনিক স্টেটসম্যানযুগশঙ্খলিঙ্কড্‌ ভার্সকিতাব ইত্যাদি  পত্রিকায় প্রকাশিত হয়েছে।