আমি পাখিটিকে বললাম,আমি
তোমাকে নিয়ে
একটি কবিতা লিখতে চাই।
পাখিটি আমার কাছে জানতে চাইল,'তোমার
শব্দের
মধ্যে কি আমার পাখনার রঙের
কথা আছে?
'না, নেই।'
'তোমার
শব্দের মধ্যে কি আমার কণ্ঠের সঙ্গীত আছে ?'
'না, নেই।'
'তোমার
শব্দের মধ্যে কি আমার ডানার উড়ে যাওয়ার কথা আছে?'
'না, নেই।'
'(আমার)
প্রাণ আছে?'
'নেই।'
'তাহলে
তুমি আমাকে নিয়ে কবিতা কি লিখবে?'
আমি বললাম, 'কিন্তু
তোমার প্রতি আমার ভালবাসা আছে।'
পাখি বলল,'ভালবাসার
সাথে শব্দের সম্পর্ক কোথায় ?'
এক নতুন বোধ হল আমার।
আমি নিশ্চুপ রইলাম।
কবির অন্যান্য
লেখা পড়তে এখানে ক্লিক করুন।
কবি পরিচিতি –
কর্মজীবন শুরু
নতুন দিল্লীতে, ২০০০ সালে। তারপর ২০১৪ থেকে চারবছর দিল্লীতে অবস্থান। মাঝে কোলকাতা,গুয়াহাটির পর
২০২৪ -এর ডিসেম্বর থেকে আবার দিল্লীতে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের একটি
অফিসে আধিকারিক পদে কর্মরত। লেখালেখি করা নেশা। ছোট-বড় পত্রিকায় লেখা প্রকাশ হয়
মাঝেমধ্যে। আকাশবাণীর বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে লেখা পঠিত হয়েছে। একটি বিজ্ঞান
ক্লাবের সাথে যুক্ত এবং পরিবেশ বিষয়ক বিভিন্ন গণ আন্দোলনের সাথে যুক্ত আছেন।