Advt

Advt

ashwathama-ekhono-dariye-kabita-poem-poetry-by-partha-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-অশ্বত্থমা-এখনও-দাঁড়িয়ে

ashwathama-ekhono-dariye-kabita-poem-poetry-by-partha-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-অশ্বত্থমা-এখনও-দাঁড়িয়ে
 

তোমাকে দেখলাম

ল্যাম্প পোস্টের তলায়

চলে যাচ্ছিলাম

নজরে পড়ল তোমার মাথার ঘা

এরকম অনেক  মাঝে মাঝে দেখি

সারা শরীরে অশুভ চিহ্ন

সব অপশক্তিকে পাশে নিয়ে দাঁড়িয়ে

এদের মৃত্যু নেই , এরা অশেষ

কত নিরীহের প্রাণ নিয়ে এখনও দাঁড়িয়ে

কত সহস্র বছর ধরে

এখন নগরে প্রান্তরে ছড়িয়ে

অমৃত সুধা পান হয়ে ওঠেনি

মাথার ঘা তোমার পাপ, আমরা সংক্রমিত

তোমার কিশোর হত্যার প্রায়শ্চিত্ত

আমাদের ঘাড়ে চেপে বসে

অমৃত বাষ্প হয় , বিষ ধেয়ে আসে

তোমায় আটকায়নি

তোমার দায় কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে

সহস্র বছরের হত্যা 

এর দায় আমাদের

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

কবি পরিচিতি -

পার্থ ভট্টাচার্য বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখেন। কবিতার মধ্যে সুখ খুঁজে পান। যখন যেমন মনে আসেন লেখেন। কবিতা লিখে আনন্দ পান। দিল্লি থেকে প্রকাশিত কলমের সাত রং-এর একজন সদস্য। সাহিত্যানুরাগী মানুষ। নিয়মিতভাবে সাহিত্য সভাগুলোতে সক্রিয় যোগদান করেন। বিনয়ী এবং নম্র স্বভাবের মানুষ। অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মচারী।