Advt

Advt

manerekha-kabita-poem-poetry-by-partha-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-মনেরেখ-কবিতা-পার্থ-ভট্টাচার্য

manerekha-kabita-poem-poetry-by-partha-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-মনেরেখ-কবিতা-পার্থ-ভট্টাচার্য
 

তোমাদের সকলকে খুব মনে পড়ে

গ্রীষ্মের প্রখর দাবদাহে,বর্ষার জল যখন ঝরে

শরতের কাশফুলের মাঝে,হেমন্তের কোমল ঠান্ডায়

শীতের দুপুরে  বসন্তের নতুন উষ্ণতায়

একতরফা রোমন্থনের আলাদা অনুভুতি

সব সময় প্রতিদানে পেতে হবে কিছু

এমনটা হতেই হবে নিয়ম নেই কিছু

একটু কোথাও একটা ছোট্ট জায়গা

এটা কি দাবি করা যায়না

হৃদয় এখনও সব দরজা বন্ধ করে দেয়নি

একটু টোকা দিলে সব কিছু মনে পড়বে

আবার ঋতুচক্র আসবে নতুন করে

আবার কচি ঘাস,ফুল,নতুন পাতা

ব্যাঙাচি,ফড়িং,পদ্ম পাতায় জল

একটু মনে রেখ।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

কবি পরিচিতি -

পার্থ ভট্টাচার্য বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখেন। কবিতার মধ্যে সুখ খুঁজে পান। যখন যেমন মনে আসেন লেখেন। কবিতা লিখে আনন্দ পান। দিল্লি থেকে প্রকাশিত কলমের সাত রং-এর একজন সদস্য। সাহিত্যানুরাগী মানুষ। নিয়মিতভাবে সাহিত্য সভাগুলোতে সক্রিয় যোগদান করেন। বিনয়ী এবং নম্র স্বভাবের মানুষ। অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মচারী।