Advt

Advt

valobasa-kuroi-kabita-poem-poetry-by-manisha-kar-bagchi-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ভালোবাসা-কুড়োই-মনীষা-কর-বাগচী

valobasa-kuroi-kabita-poem-poetry-by-manisha-kar-bagchi-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ভালোবাসা-কুড়োই-মনীষা-কর-বাগচী
 

চোখ খুলতে ভয় লাগে আজকাল

যুদ্ধের দুন্দুভি,মৃত্যু দোর গোড়ায়

মিছিল চলছে তো চলছেই

বেড়েই যায় শুধু

শেষ নেই।

 

ভেঙে পড়লো মৃত্যু

মেঘ ফেটে চৌচির

চিৎকার শুধু

ভয়ঙ্কর চিৎকার

হৃদয় টুকরো টুকরো।

 

বাঁচার সে কি আকুতি

কোনো লাভ নেই

ভেসে যাচ্ছে জীবন

স্বপ্ন,সুখ,দুঃখ

খড়কুটো আঁকড়ে ধরার বৃথা আয়োজন।

 

দেশ কাল সম্প্রদায় দেখে না

নিস্তার নেই

জীবন কাচের ঘর

টোকা লাগার অপেক্ষা।

 

কোঁচর ভরে ফ্রেস ভালোবাসা কুড়োই

সেটাই একমাত্র সম্বল

শেষ পাতে তেঁতুল,গুড়,লেবু-পাতার অম্বল।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন । 

কবি পরিচিতি -

কৈশোর কেটেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি গ্রামে। বৈবাহিক সূত্রে দিল্লিতে আসা । ছোটবেলা থেকেই লেখালিখি শুরু। স্কুলের ম্যাগাজিনে লেখা প্রকাশিত হত। 

এ পর্যন্ত ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। দিল্লিকলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লেখা প্রকাশিত হয়। প্রতিদিনই কিছু না কিছু লেখেন। লেখার মধ্যেই আনন্দ খুঁজে পান।