Advt

Advt

swadhinata-kabita-poem-poetry-by-dhananjoy-paul-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-স্বাধীনতা-্কবিতা-ধনঞ্জয়-পাল

swadhinata-kabita-poem-poetry-by-dhananjoy-paul-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-স্বাধীনতা-্কবিতা-ধনঞ্জয়-পাল 

স্বাধীনতা, তুমি দেখতে কেমন

সাদা, লাল নাকি কালো ।

স্বাধীনতা, তুমি কেমন জিনিস

স্বাধীনতা, তুমি নাকি খুব ভালো !

 

শুনেছি তুমি নাকি এক গর্বের বিষয়

তোমার কথায় সবার বুক যায় ফুলে ।

তোমায় নাকি অর্জন করে নিতে হয়

তবেই স্বপ্নের রঙিন দরজা যায় খুলে !



স্বাধীনতা,তোমায় চোখে যায় না দেখা স্বাধীনতা,

তুমি থাকো শুধু অনুভবে ।

স্বাধীনতা,তুমি আমায় দিয়েছো পরিচিতি

পরিচয় আমার 'ভারতীয়' - এই ভবে ।

 

অনেক শহীদ ভাইয়ের রক্তের বিনিময়ে

অর্জিত এই স্বাধীনতা লাল রক্তে রাঙা ।

ঐ দেখো, ঐ নীল আকাশে উড়ছে কেমন

স্বাধীন ভারতের জাতীয় পতাকা তেরাঙ্গা।