ধরণীর বুকে আজ অশান্তির হাহাকার,
মানবের
মুখে লুকিয়ে আছে রাক্ষসের আকার।
ধর্ষণ
যেন ছুরি হয়ে বিদ্ধ করে প্রাণ,
দুর্নীতির
জালে জড়িয়ে গেছে প্রতিদিনের গান।
গাজোয়ারি, চুরি,নির্যাতন অন্ধকার ছায়া,
ভূমি
দখলে কাঁদে কৃষক—হারায় জীবনমায়া।
মানুষের
মুখোশ পরে রাবণ হাসে গোপনে,
অসুরের
দম্ভ নাচে দিশাহারা সমাজ ক্ষণে ক্ষণে।
মা,তোর দশভুজা হাতে শক্তির দীপ্তি চাই,
অন্যায়
দমনে আজ ন্যায়ের আলো জ্বালিয়ে যাই।
অস্ত্র
হাতে আসুক তোর মহিষাসুর মর্দিনী রূপ,
অশুভ
শিকল ছিঁড়ে দে,জাগিয়ে দে সত্যস্বরূপ।
তোর
ত্রিশূল হোক সত্যের অগ্নিশিখা,
তোর
চক্রে হোক দুর্নীতির অন্ধকার নিভা।
শঙ্খধ্বনিতে
জাগুক মানবতা নতুন প্রাণ,
অন্যায়ের
দুর্গ ভেঙে উঠুক ন্যায়-ধর্মের গান।
ধরণীর
বুক থেকে মুছে যাক ভয়,ক্ষুধা,লাজ,
মায়ের
করুণ দৃষ্টিতে ফুটুক শান্তির সাজ।
অসুর
রূপী মানুষকে করো মানব হৃদয়বান,
অভিশপ্ত
এ সমাজ হোক সত্য-ধর্মের দান।
লেখক পরিচিতি –
সঞ্জয় সরকার থাকেন রায়গঞ্জ-এ। ছোট থেকেই লেখালেখির অভ্যাস,তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন ও আরো উচ্চ শিক্ষার মধ্যে আছেন। সাহিত্যকে ভালবাসেন তাই সময় পেলেই লিখতে বসে যান।
.jpg)