Advt

Advt

valo-ki-base-kabita-poem-poetry-by-manisha-kar-bagchi-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ভালো-কি-বাসে?-মনীষা-কর-বাগচী

valo-ki-base-kabita-poem-poetry-by-manisha-kar-bagchi-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ভালো-কি-বাসে?-মনীষা-কর-বাগচী


একা একা কাটেনা সময়

ডাকলে কেউ আসে না কাছে

শুনেছি কেউ আমাকে ভালোবাসে

প্রয়োজনে দূরে দাঁড়িয়ে মুচকি হাসে

ডাকলে কেউ আসে না কাছে।

 

মেঘ করে,ঝড় হয়

মুষলধারে জল নামে

ভিজে হ‌ই একসা।

মোছাতে কেউ আসে না পাশে

শুনেছি কেউ আমাকে ভালোবাসে।

 

সহানুভূতি অনেকে দেখায়

দূর থেকে হাত নাড়ে

বিপদে পড়লে কেউ আসে না কাছে

শুনেছি সে আমাকে ভালোবাসে।

 

কেউ হাত ধরে না

পাশে বসে না

টেনে তোলে না কুলে

দেখায় না পথ পথভোলাকে

ডাকলে কেউ আসে না কাছে

শুনেছি কেউ আমাকে ভালোবাসে।

 

সত্যিই কি বাসে?

 কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন । 

কবি পরিচিতি -

কৈশোর কেটেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি গ্রামে। বৈবাহিক সূত্রে দিল্লিতে আসা । ছোটবেলা থেকেই লেখালিখি শুরু। স্কুলের ম্যাগাজিনে লেখা প্রকাশিত হত। 

এ পর্যন্ত ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। দিল্লিকলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লেখা প্রকাশিত হয়। প্রতিদিনই কিছু না কিছু লেখেন। লেখার মধ্যেই আনন্দ খুঁজে পান।