আমায় তুমি জালে যখন ফাঁসো
কাঁদি আমি --- তুমি সুখে
হাসো
হৃদয় জুড়ে ভাবনা যাদের
নিয়ে
থাকি তাদের পাশে জীবন দিয়ে
।
মন ভেজে না,করুণ
আর্তনাদে
ইচ্ছে করেই ফেলে যারা ফাঁদে
আপনজন,পরিচিত
যারা
বিপদেও আঘাত হানে তারা
পরের জন্য কাঁদে অসহায়
তাদের স্বভাব বোঝাও ভীষণ
দায়
ভোলায় তাদের চোখ-মুখের ভাষা
মায়ার কুজ্ঝটিকা সর্বনাশা
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি -
জন্ম মুর্শিদাবাদে। প্রাথমিক শিক্ষা সেখানে ও পরে পাটনায় । 1969 সাল থেকে দিল্লিবাসী। বিজ্ঞানে স্নাতক, কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অবসরপ্রাপ্ত । বর্তমানে "কলমের সাত রঙ" পত্রিকার নিয়মিত লেখক ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি।
ভাল লাগে ভাল লাগে সঙ্গীত, সাহিত্য, বই পড়া, দর্শন, মনোবিজ্ঞান, যোগব্যায়াম, আধ্যাত্মিকতা, প্রেত-তত্ত্ব ইত্যাদিতে চর্চা। যুক্তিবাদী, মুক্ত-চিন্তাবিলাসী ও কুসংস্কার বিরোধী ।