Advt

Advt

ekakitta-kabita-poem-poetry-by-manisha-kar-bagchi-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-একাকিত্ব-কবিতা-মনীষা-কর-বাগচী

ekakitta-kabita-poem-poetry-by-manisha-kar-bagchi-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-একাকিত্ব-কবিতা-মনীষা-কর-বাগচী
 

আমার সম্পূর্ণ একাকিত্বটুকু জুড়ে ছেয়ে থাকো তুমি,

তোমার না বলা কথারা হুড়মুড় খেয়ে পড়ে।

আমার গলায়,বুকে,পীঠে,তলপেটে লুটোপুটি খায়।

 

আমি অনুভব করি তোমার অস্তিত্ব আমার হাতের মুঠোয়।

কেমন আচ্ছন্ন হয়ে উঠি মোহনীয়,নির্নিমেষ,উত্তাল আবেশে।

 

তোমার সেই পাগলপন গিলে খায় আমার ভালো মন্দ ন্যায় অন্যায় বোধ।

তখন আমি তুমি, তুমি আমি একাকার,

চৌদিকে শুধু মুষলধারে বৃষ্টি আর কদমের সমাহার।।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন । 

কবি পরিচিতি -

কৈশোর কেটেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি গ্রামে। বৈবাহিক সূত্রে দিল্লিতে আসা । ছোটবেলা থেকেই লেখালিখি শুরু। স্কুলের ম্যাগাজিনে লেখা প্রকাশিত হত। 

এ পর্যন্ত ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। দিল্লিকলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লেখা প্রকাশিত হয়। প্রতিদিনই কিছু না কিছু লেখেন। লেখার মধ্যেই আনন্দ খুঁজে পান।