Advt

Advt

chinta-elomelo-kabita-pooem-poetry-by-kumar-ashish-roy-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-চিন্তা-এলোমেলো-কুমার-আশীয়াষ-রায়

chinta-elomelo-kabita-pooem-poetry-by-kumar-ashish-roy-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-চিন্তা-এলোমেলো-কুমার-আশীয়াষ-রায়
 

যে বিষয়ে নিয়ম ভাঙে

অলীক ধারাপাত

চলতে গিয়ে বেকায়দায়

জীবন কুপোকাত ।

 

ধ্বস্ত দেহে স্বপ্নকামী

বিছায় নতুন পথ

শয্যাশায়ীর চিন্তা ঘটায়

ভগ্ন মনোরথ ।

 

প্রাণের ধারা ব‌ইবে বুকে

ভেবেই হল সারা

ব্যঙ্গ চোখে মিটমিটিয়ে

হাসছে রাতের তারা ।

 

খুঁজেই চলে সারা জীবন

কুটিল কথার মানে

হঠাৎ আলো ফোটে মনে

জীবনমুখীর গানে ।

 

চিন্তাগুলো হাওয়ার মতো

ব‌ইছে এলোমেলো

কার ইশারায় বাঁচার পথ

এমন কঠিন হল ?

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবি পরিচিতি -

জন্ম মুর্শিদাবাদে। প্রাথমিক শিক্ষা সেখানে ও পরে পাটনায় । 1969 সাল থেকে দিল্লিবাসী। বিজ্ঞানে স্নাতক, কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অবসরপ্রাপ্ত । বর্তমানে "কলমের সাত রঙ" পত্রিকার নিয়মিত লেখক ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি।

ভাল লাগে  ভাল লাগে সঙ্গীত, সাহিত্য, বই পড়া, দর্শন, মনোবিজ্ঞান, যোগব্যায়াম, আধ্যাত্মিকতা, প্রেত-তত্ত্ব ইত্যাদিতে চর্চা। যুক্তিবাদী, মুক্ত-চিন্তাবিলাসী ও কুসংস্কার বিরোধী ।