Advt

Advt

niswa-kabita-poem-poetry-by-ajit-debnath-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-নিঃস্ব-কবিতা-অজিত-দেবনাথ

niswa-kabita-poem-poetry-by-ajit-debnath-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-নিঃস্ব-কবিতা-অজিত-দেবনাথ
 

পৃথিবীর নিঃসঙ্গ মানুষটিও মাঝে মাঝে পেছনে ফিরে তাকায়

একবার দেখে নিতে চায় স্বপ্নগুলো গল্পের মতো হেঁটে যায় কিনা

বুঝে নিতে চায় শেষ পর্যন্ত ঠিক পথ ধরে হেঁটে এল কিনা

জীবনের ভিতরে কত জীবন,কত কানাগলি,ধ্যানস্থ মুখ,পোড়া ধূপ

কোনও রাস্তাই  চিনি না

এখনও কি চিনি?

মহামায়ার মুখে প্রদীপের আলো

কে যেন রেখে যায় এই উদ্দেশ্যবিহীন সন্ধেবেলায়

কখনওই শূন্য থাকে না অন্নপূর্ণার থালা

মন্দিরের চাতালে নীরবে কাঁদে একাকী বিশ্বম্ভর

কেন দীর্ঘশ্বাসগুলো প্রদীপ হয়ে জ্বলে না!

কেন ক্রমশ বোবা হয়ে যায়!

ধানক্ষেতে উড়ে আসে বিষণ্ণ গোধূলির ধোঁয়া

আমি ঘাম মুছতে মুছতে কেমন যেন বৃদ্ধ হয়ে যাই।


কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবি পরিচিতি 

সত্যের উষ্ণতা বুকে নিয়ে কবিতা লেখেন অজিত দেবনাথ। জন্ম উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমানে বাঁকুড়ার বিষ্ণুপুরে রামানন্দ কলেজে ইতিহাস বিভাগে অধ্যাপনায় রত। ছোটবেলা থেকেই কবিতার প্রতি তীব্র  অনুরাগ। শব্দের ভেতর দিয়ে পথ অতিক্রম করতে তিনি ভালবাসেন। প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক,কথার আকাশে শব্দের অনুত্ত বিন্যাস এবং পরাবাস্তবতা তার কবিতায় বারবার ফিরে এসেছে। অসংখ্য লিটিল ম্যাগাজিনে তার কবিতা নিয়মিত প্রকাশিত হয়। নীরবে কাব্য সাধনায় এক ব্যতিক্রমী চরিত্র। প্রথম কাব্যগ্রন্থের নাম স্বপ্ন খোঁজে স্পর্শের মগ্নতা।