আকাশের দু-একটি তারা,
আলোর দ্বিধাহীন ছিপ নেমে আসে
দিগন্ত ডিঙিয়ে নুড়িপাথরের
নিপাট ভাঁজ খুলে
বিছিয়ে দেয় ঘাসের উপর
আকাশের আজব সব শস্যদানা
ঝাউবনের মতো চকচকে স্মৃতির পাহাড়
অজানা ধূপের নিভৃত ছায়া
নড়বড়ে সেতুর উপর বিন্দু বিন্দু ঘাম
আর ওই পাহাড়ের চূড়ায়
বৃষ্টির আতর গন্ধ
কেমন যেন চাঁদের মতো
নিঃশব্দে নেমে আসে
পূর্ণিমার চিলেকোঠা পেরিয়ে
ভিজে পালকের চিরকুট পড়ে থাকে
অনন্তকাল
শান্ত পৃথিবীর বিবশ চিবুক
ছুঁয়ে
কিছু দলবদ্ধ চড়ুই বিকেলের পাতা থেকে
উড়ে যায় কুয়াশার ফুটপাতে
জোনাকিপোকাদের নির্জন বাঁশি
এখনো ফিরে আসে
সমুদ্রের বাঁকা ঢেউয়ের
তাঁবু ছিঁড়ে
পুকুরের পাশে একাকী বসন্ত
আহত প্রেমিকের মতো কেঁপে ওঠে
দূরে ফ্যাকাশে শ্যাওলার ঘোলা
চোখ ঝুলে থাকে অন্ধকারের
ফুলগাছে।
কবি পরিচিতি
সত্যের উষ্ণতা
বুকে নিয়ে কবিতা লেখেন অজিত দেবনাথ। জন্ম উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গ
বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমানে বাঁকুড়ার
বিষ্ণুপুরে রামানন্দ কলেজে ইতিহাস বিভাগে অধ্যাপনায় রত। ছোটবেলা থেকেই কবিতার
প্রতি তীব্র অনুরাগ। শব্দের ভেতর দিয়ে পথ
অতিক্রম করতে তিনি ভালবাসেন। প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক,কথার আকাশে শব্দের অনুত্ত বিন্যাস এবং
পরাবাস্তবতা তার কবিতায় বারবার ফিরে এসেছে। অসংখ্য লিটিল ম্যাগাজিনে তার কবিতা
নিয়মিত প্রকাশিত হয়। নীরবে কাব্য সাধনায় এক ব্যতিক্রমী চরিত্র। প্রথম
কাব্যগ্রন্থের নাম স্বপ্ন খোঁজে স্পর্শের মগ্নতা।