সম্প্রীতির চরে এসেছিল সে বেড়াতে ।
কাশ্মীরে , এই তো টিউলিপের সময়-
আকাশপানে ওঠা পাইনের বন ,
মাটিতে শিশির মাখা ঘাসের গন্ধ ।
কোলাহলের দেয়ালের ফাঁক দিয়ে গলে , উটের জল-খোঁজার
চেয়েও গভীর আগ্রহে , গিয়েছিল এই চমৎকারের খোঁজে ।
রাত্রির বাতাসের তারাভরা শরীরে ,
সে একটা আয়না খুঁজে ফিরেছিল ।
পাইনের শন্ শন্ শব্দের মধ্যে ,
একান্তে নিজেকে দেখবে বলে ।
জানত না , ওই পাইনের মধ্যে থেকেই ,
সন্ত্রাসী বুলেটগুলি বেরুবে , শরীর পর্যটনে ।
একটি কফিনবন্দী দেহ, শিরোনাম বয়ে
আসবে ফিরে , কান্নাভেজা ঘরে ।
সম্প্রীতির চরে , সে ভেবেছিল , আসবে ঘুরে ,
এই মানব সংসারে , টিউলিপ আর পরীর রাজ্যে-
চোরাবালি , রক্ত আর হাহাকার থেকে দূরে ।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি –
জন্ম ১৯৭৪ । পেশায় চিকিৎসক , এমডি , ডিএম ( কার্ডিওলজিস্ট ) ।কবি , সমালোচক , রবীন্দ্র অনুরাগী ও শনিবারের চিঠির সম্পাদক সজনীকান্ত দাসের পৌত্র ।
ছোটগল্প প্রকাশিত হয়েছে নবকল্লোল , শনিবারের চিঠি ( নবপর্যায় ), সুদক্ষীণা , গল্পপত্র , কাথাসাহিত্য , শারদীয়া দক্ষীণীবার্তা , কবিতা ও গল্প বারোমাস , কালপত্রী , ইছামতি বিদ্যধরী, অন্ধপক্ষ প্রভৃতি পত্রিকায় ও নানা লিটল ম্যাগাজিনে।
গল্পগ্রন্থ : সৈকত শিল্পী , বনবিহঙ্গ ।
উপন্যাস: সমান্তরাল ।
.jpg)