হৃৎপিণ্ডের মাঠ নির্জন পড়ে
আছে
ধোঁয়াশায় ভরা
উপেক্ষার পথে দু'একটা
দুরাগ্ৰস্ত বৃক্ষ
চোখ বুজলেই শোনা যায়
আত্মার হাহাকার
স্বপ্নের নীরব পর্যটনে
কিছুক্ষণের জন্য হারিয়ে
যাওয়া
শীতল ফাটলে ---
অজস্র সম্ভাবনার আনাগোনা
ভাবের অভাবে শতচ্ছিন্ন
চিন্তা
স্নায়ু বেয়ে মিশে যায়
মাটিতে
ধর্মভীরু চামড়ার বিনম্র
কুঞ্চন
মর্মর, ঠাণ্ডা
মোড়কে
ঠিক বেঁচে থাকে মড়কে ....
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি -
জন্ম মুর্শিদাবাদে।
প্রাথমিক শিক্ষা সেখানে ও পরে পাটনায় । 1969 সাল থেকে
দিল্লিবাসী। বিজ্ঞানে স্নাতক, কেন্দ্রীয় সরকারের
তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অবসরপ্রাপ্ত । বর্তমানে "কলমের সাত রঙ"
পত্রিকার নিয়মিত লেখক ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি।
ভাল লাগে ভাল লাগে সঙ্গীত,
সাহিত্য, বই পড়া, দর্শন, মনোবিজ্ঞান, যোগব্যায়াম, আধ্যাত্মিকতা, প্রেত-তত্ত্ব
ইত্যাদিতে চর্চা। যুক্তিবাদী, মুক্ত-চিন্তাবিলাসী ও
কুসংস্কার বিরোধী ।