Advt

Advt

probohaman-kabita-poem-poetry-by-kumar-ashish-roy-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-প্রবহমান-কবিতা-কুমার-আশীষ-রায়

probohaman-kabita-poem-poetry-by-kumar-ashish-roy-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-প্রবহমান-কবিতা-কুমার-আশীষ-রায়


ছাপোষা জীবনে জ্যোৎস্নায় ভরা

উদাসীর অভিমান

বেহাগে সেজে নামে বসন্ত

কামচঞ্চল প্রাণ

 

হৃদয়ের ঘরে যত দাবি-দাওয়া

জাগে অনন্ত রাতি

অপূরণীয় তারা ---- অবশেষে

নিষ্প্রভ মোমবাতি

 

নবান্ন ঝরে উদ্যমে যার

কর্ষণে ভেজা ঘামে

অতিবর্ষণ, খরা বন্যায়

অকালেও সেকি থামে ?

 

কতদূর উড়ে চলে পরিযায়ী

উষ্ণতা সন্ধানে

খুঁজে পায় নিরাপদ আশ্রয়

আপনার প্রয়োজনে

 

ভালমন্দ কর্মের কত

সাক্ষী অন্ধকারে

সম্মুখে তারা আসে কদাচিৎ

আত্ম তিরস্কারে

 

আদিকালে যে সৃষ্টি রচনা

প্রবল বিস্ফোরণে

অনাচার, অরাজকতায় সে-ই

নির্ঘোষ এ-জীবনে

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবি পরিচিতি -

জন্ম মুর্শিদাবাদে। প্রাথমিক শিক্ষা সেখানে ও পরে পাটনায় । 1969 সাল থেকে দিল্লিবাসী। বিজ্ঞানে স্নাতক, কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অবসরপ্রাপ্ত । বর্তমানে "কলমের সাত রঙ" পত্রিকার নিয়মিত লেখক ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি।

ভাল লাগে  ভাল লাগে সঙ্গীত, সাহিত্য, বই পড়া, দর্শন, মনোবিজ্ঞান, যোগব্যায়াম, আধ্যাত্মিকতা, প্রেত-তত্ত্ব ইত্যাদিতে চর্চা। যুক্তিবাদী, মুক্ত-চিন্তাবিলাসী ও কুসংস্কার বিরোধী ।