ধারাবাহিক উপন্যাস – প্রতি বৃহস্পতিবার ।
পর্ব-- ৪৫
The girl
I loved left me for a R. hodit.
I should
be broken-hearted but strange,
I am not.
Write my
story down for people. Use my name.
And may
it bring you all the wealth and fame.
খানিকটা পাখি ভালবাসা-
হাঁসেদের ডানায়
বিকেলের শেষ রোদ
বিষাদ কিছুটা,কিছুটা
সন্নাটা
বাতাসে নির্জনতার আবহসঙ্গীত।
অসাধারণ একটি সূর্য। গলে গলে পাহাড়ের ভেতরে ঢুকে গেল। পাইনের বনে সেই সূর্য
যেন আগুন হয়ে ছড়িয়ে পড়ল;বসন্ত
বাতাসে সানসেট পয়েন্টে ওরা কয়েকজন। ওরা মানে -যুধাজিত,বাভ্রবি
এবং ওদের আরও দুই বন্ধু--;সবাই মিলে উইকএন্ড কাটানো এবং কিছুটা অবকাশ।
-
A break! বাচ্চারা
হৈ হৈ করে উঠেছিল।
প্রাকৃত,প্রকৃতি,এবং
যুধাজিতের কলিগ সঞ্জয় অরোরা,সঞ্জয়ের
স্ত্রী অমিতা ছেলে সুশান্ত আর যুধাজিতের
বিদেশী বন্ধু রোনাল্ডো। রোলান্ডোর সঙ্গে যুধাজিতের অনেক
দিনের বন্ধুত্ব। কিউবান রোনাল্ডো
দীর্ঘ দিন ধরে দিল্লি তে --;বেশ ভাল হিন্দি বলতে পারে। রোনাল্ডোর মেয়ে
সুইজারল্যান্ডে আছে--। নিজের
ব্যক্তিগত জীবন সম্পর্কে রোনাল্ডো খুব একটা কিছু বলে না। তবে
বাভ্রবির সঙ্গে ওর একটা ভালো
বন্ধুত্বের সম্পর্ক আছে। আসলে বাভ্রবি দেখেছে বেশিরভাগ পুরুষ
কিংবা মহিলারা বাউন্ডারি
লেভেল মেনটেন করতে জানে না। বিশেষ করে অপোজিট সেক্স-এর প্রতি।
কিন্তু রোনাল্ডো এ বিষয়ে বেশ সচেতন।
--:সূর্য দেব
অস্তাচলে-লেট আস গো ব্যাক টু হোটেল।"
ওদের গাইড
এসে দাঁড়াতেই বাভ্রবির চিন্তাজাল
ছিন্ন।
তাকিয়ে দেখল আশপাশটা ক্রমশই
জনশূন্য হতে শুরু করেছে।
গাইড সাহেব
বললেন--"একচ্যুয়ালি ম্যাডাম,স্যার,ইঁহাপেঁ
সান ডাউন হোনে কা বাদ জংলি জানোয়ার
বহুত আঁতে হ্যাঁয়। তো ইহা জ্যাদা
টাইম রহেনা ঠিক
নেঁহি।"
সুতরাং ওরা সন্ধ্যার সাথে সাথেই
হোটেলে ফিরে এসেছিল। ট্রি টপ ক্যাফে—হোটেল-এর ভেতরে
লনের পাশে গাছ-ক্যাফেতে কফি পান,আড্ডা--। বাচ্চারা
নিজেদের মত;যুধাজিত, সঞ্জয়
এই অবকাশ
যাপনে এসেও অফিস আলোচনা। অমিতা স্পা-তে বডি
মাসাজে--বাভ্রবি পায়ে পায়ে হোটেলের পেছনে সংলগ্ন এলাকায়। পাইন গাছের পাতাগুলো ঘিরে অরণ্য হয়ে উঠছে অগ্নিসম্ভবা।
সিকিউরিটি গার্ডটি
আস্তে বলল--"ফরেস্ট ফায়ার ম্যাডাম
জী।"
--"সেকি? এপ্রিল মাসে ফরেস্ট
ফায়ার?"
সিকিউরিটি ম্যান কিছু
বলার আগেই রোনাল্ডোর গলা শুনতে পেলো বাভ্রবি
--"বিগত
কয়েক বছর ধরে গোটা উত্তরাখণ্ডে মার্চ এন্ড থেকেই জঙ্গল ফায়ার শুরু হয়ে যায়
বাভ্রবি।"
বাভ্রবি অবাক হলেও
মজা করে বলল--"আরে,অধ্যাপক সাহেব,আপনি কি
আমাকে ফলো করতে করতে এখানে চলে এলেন? উদ্দেশ্য কি
প্রফেসর সাব?"
রোনাল্ডো অরণ্য সংলগ্ন কাঠের বেঞ্চে বাভ্রবির পাশে একটু দূরত্ব রেখে বসে বলল--""উদ্দেশ্য আড্ডালাপ।"
তারপর জঙ্গল
ফায়ার দেখতে দেখতে
বলল--"যুধাজিত আর সঞ্জয় অফিস, রিসার্চ
স্কলার, ইত্যাদি সমস্যা নিয়ে পড়েছে,ভাল
লাগছিল না,উপরের ছাদে গেলাম। সেখানে--"
--"হ্যাঁ, সেখানে
বারবি কিউ হচ্ছিল--মাংস-পোড়া গন্ধ--"
রোনাল্ডো হাসল ।
--"শুধু মাংস
পোড়া গন্ধ? না নারী মাংসের বেসাতি?"
--"মানে? কি বলছো
তুমি রনি?"
দূরের জঙ্গল
ফায়ারের দিকে আঙ্গুল দেখিয়ে
রোনাল্ডো আস্তে জিজ্ঞেস করল --
--"দেখো
বাবি--অন্ধকারের মধ্যে এই জঙ্গল ফায়ারের আলো কি অসাধারণ লাগছে--তাইনা?"
বাভ্রবি শুধুই তাকিয়ে রইল।
--"এই জঙ্গল
ফায়ারের আগুনে তো পুড়ে মরে যেতে পারে অনেক প্রাণী? এতো দূর
থেকে তুমি কি তার কোনও গন্ধ পাচ্ছো? পাচ্ছো
নাতো?
বাভ্রবি অবাক হয়ে বলল
--"হোয়াট ডু
ইউ ওয়ান্ট টু সে?"
--"ওরা আসর
জমিয়েছে-রাত গভীর হলে শ্যাম্পেনের ফেনায় ডুবে যাবে সম্পর্ক গুলি--মধ্য রাতে রুম বদলে যাবে,বদলে যাবে
পার্টনার!"
বাভ্রবি কিছুক্ষণ চুপ করে থেকে বলল
--"তুমি কি
করে জানলে"?
রোনাল্ডো আচমকাই
বলল-"ইফ ইউ ডোন্ট মাইন্ড-আমি কি একটা
সিগারেট খেতে পারি?"
বাভ্রবি একটু ইতস্তত করে জবাব
দিল
--"ইয়া,অফ
কোর্স।"
ল্যান্স ডাউন এর পাহাড়ি
আকাশে তারাদের মাহফিল দেখতে দেখতে
রোনাল্ডো সিগারেট হাতে নিয়ে বলল --
-"জানি না
কেন,আজ তোমাকে আমার নিজের জীবনের
না বলা কাহিনী বলতে ইচ্ছে করছে--তুমি শুনবে বাভ্রবি?"
বাভ্রবি কোমল গলায়
জবাব দিল
--"অবশ্যই! বল
রনি,বলো--বলে ফেলে হাল্কা করো নিজেকে।"
জঙ্গল ফায়ার
এখন একটি আগুনের মালার ন্যায়--
--"মার্থা আর
আমি --আমাদের প্রচণ্ড ভালবাসার
বিয়ে--আমার পোস্টিং তখন সুইজারল্যান্ডের
সুইসটেক-এ। পাগলের মত দিনরাত
কেটে যাচ্ছিল--দুবছরের মাথায় মাথায় আমাদের ছোট্ট
মেয়ে ডোরা এলো। আর বলতে পারো এর পর থেকেই
কেমন যেন দূরত্ব তৈরি হতে শুরু
করল--"
বাভ্রবি একটু অবিশ্বাসের
গলায় জিজ্ঞেস করল --
-"এভাবে
হঠাৎ দূরত্ব কি করে তৈরি হয় রনি। আই জাস্ট
ডোন্ট আন্ডারস্টান্ড "
সিগারেটের পুড়ে যাওয়া
অংশের দিকে তাকিয়ে রোনাল্ডো বুঝি নিজেকেই
নিজে বলল --
--"এমনই সিগারেটের
বাট এর মত জ্বলতে জ্বলতে কখন যেন ফুরিয়ে গেল সম্পর্ক!"--
--"হয়ত
মার্থা কে তুমি সেরকম সঙ্গ দাওনি-"
-"মার্থা
একবছরের ও বেশি সময় মাদার লীভে ছিল--আমি তখন বিভিন্ন দেশে চাকরির
জন্য ঘুরে বেড়িয়েছি--আমাদের
সেক্সুয়াল লাইফ--"
হাসল বাভ্রবি
--"ডিস্টারবড
হয়েছে,রাইট?"
--"রাইটা! হয়ত
সেখান থেকেই দূরত্ব--"
বাভ্রবি এবার শব্দ
করে হেসে বলল
--"শরীরকে
যদি মন থেকে বেশি প্রাধান্য দাও
তাহলেই এমন হয়--
--"কি জানি ।তবে
আমাদের মধ্যে তো কোনও দিন শরীরী ভালবাসা
নিয়ে কোনও ট্যাবু ছিল না--বিয়ের আগেও আমরা একে অন্যের সাথে ছাড়া
ফিজিক্যাল হয়েছি--ইট কান্ট বি এন
ইস্যু ফর আস!"
--"বাবি,রনি,তোমরা
কোথায়?ডিনার টাইম--"
সঞ্জয়,আর
যুধাজিতের গলা অল্প দূরত্ব থেকে--
বাভ্রবি আর রোনাল্ডো উঠে
দাঁড়াল--বাভ্রবি জোরে বলল--"এখানে--ট্রি টপ ক্যাফের পাশে--জঙ্গল
ফায়ার দেখছি--"
তারপর রোনাল্ডোর
দিকে তাকিয়ে বলল
--"চল যাওয়া
যাক। তোমার অসমাপ্ত গল্প
পরে একদিন শুনব--"
দুজনেই হোটেলের
লবির দিকে পা বাড়ায়--
জঙ্গল ফায়ার
তখন জ্বলতে জ্বলতে অনেক টা দূরে চলে গেছে---অঙ্গার হয়ে যাওয়া পাইনপাতার
উপর ফিকে জোছনা--
ক্রমশ …………
৪৬তম পর্ব পড়ুন আগামী বৃহস্পতিবার
লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
লেখিকার পরিচিতি
–
জন্ম-কলকাতায় । আসামের বরাক উপত্যকায় বড় হয়ে ওঠা ।
প্রকাশিত
গ্রন্থ
১--সাপ শিশির
খায় (গল্প গ্রন্থ)
২--দেবী দহন--(কবিতা গ্রন্থ)
.jpg)