নারীর মৌনতা নারীর সব থেকে
বড় চিৎকার
ফিরিয়ে দিয়ে সে বোঝাতে
চায় অন্য কিছু
পৃথিবী বুঝেও বুঝতে পারে না
হিরোশিমার মৌনতা শেখাতে
পারেনি
পারেনি আউসভিৎজের কঙ্কালসার শরীরগুলো
সেখানে তাদের হাড়ের স্তূপ
পর্যটকদের টানে
চিড়িয়াখানা থেকে তফাৎ কিছু
না
কোন বিশেষ দাগ বিকল্প ভাবনা
মৃত্যু যন্ত্রণা একবারের
জন্য
চেতনা শিক্ষা
হাড়ের কোন জাতি, কোন ভাষা
সেখানেও ভেদাভেদ চলে
বন্য জন্তুর থেকে কতটা আলাদা
তফাৎ আছে
জন্তুর নিজের জাত চেনে
আমরা চিনি না ।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।
কবি পরিচিতি -
পার্থ ভট্টাচার্য বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখেন। কবিতার মধ্যে সুখ খুঁজে পান। যখন যেমন মনে আসেন লেখেন। কবিতা লিখে আনন্দ পান। দিল্লি থেকে প্রকাশিত কলমের সাত রং-এর একজন সদস্য। সাহিত্যানুরাগী মানুষ। নিয়মিতভাবে সাহিত্য সভাগুলোতে সক্রিয় যোগদান করেন। বিনয়ী এবং নম্র স্বভাবের মানুষ। অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মচারী।