এক
খেলতে খেলতে
জলবালিকারা সব নেমে আসে পাহাড়ের
কোল ছেড়ে মাটির কাছাকাছি
একদিন
বাতাসের গন্ধ মেখে,
পারিজাতের পাঁপড়ি
নিয়ে ঈশান কোণের পাটিতে চুপচাপ বসে পড়ে
পা মুড়ে;,,
ঘুমন্ত আকাশে
তখন পাখিরব নেই।
-নদীর সুর নৌকোরা পাল গুটিয়ে আরাত্রিক বন্দনায়-।
ঢুলুঢুলু
রাতচর বাদামি ডানারা অন্য খেলায়--
দুই
এভাবে
আর কতদিন শুধু শব্দের পিঠে
শব্দ সাজিয়ে লেখা লেখা খেলা?
এতো
যে বারুদ গন্ধ,এতো যে ধর্ষিত মাটি
-ঘাসজমি, খুনরাঙা ফুল আর মিথ্যের মিথ মাখা সংসার-
-এতো যে রিরংসা,বিবমিষা, বিষ বিষ
রাজনীতি,সমাজ নীতির
পাঠ এতো যে ফেমিন, ফেনিল সুদান,সুমালিয়া, কালাহারি, কালাহান্ডি-
-এভাবে আর কতদিন শুধু শুধু শব্দ
নিয়ে খেলা--
তিন
সেদিন বিকেলে
তোমায় আমায় দেখা হবে বলে
এতো
আকাশী সুর সন্ধ্যা,
পাখিচরা ভুবন ডাঙা, প্রজাপতি
প্রজাপতির ছুঁই মুই খেলা
ধানজমি সাকিনহীন,দিগর হীন থৈ থৈ মাছরাঙাদের সংসার
সেদিন, তোমায় আমায় খেলা হবে বলে
একটি
মাত্র আকাশে একটি মাত্র অসাধারণ
সূর্যাস্তের দৃশ্য অনুষ্ঠিত
হচ্ছিল---
চার
এখানে
আকাশ আকাশের মত মোহময়
শব্দ
গুলি অবিকল শব্দের ই মত
শঙ্খ
মালা,কড়িগ্রীবা বৃষ্টিরা পদ্মপাতায়
কবিতা লেখে
সাদা
কাগজে খেলা করে বিকেল
গোধূলি
চুম্বনে জন্মান্তরের প্রতিজ্ঞার সামনে বসে কথা বলে বাতিস্তম্ভের খিলানে একজোড়া
কপোত
কপোতী।
পাঁচ
শব্দবাজিদের বাজিমাৎ-হাওয়া খেলছে গোলাপের পাঁপড়ির সাথে
পথময় সাদা,নীল, বেগুনি বাগান
জাজিমে আমন্ত্রণ
বৈশাখীর
তারারা
কখনও বন্ধু হয় মানুষের
ভ্যাপসা ঘর চাঁদ হীন
আকাশ স্লেটে
খেলা করছে
ঝড়ো
হাওয়া--
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
লেখিকার পরিচিতি –
জন্ম-কলকাতায় । আসামের বরাক উপত্যকায় বড় হয়ে ওঠা ।
প্রকাশিত গ্রন্থ
১--সাপ শিশির খায় (গল্প গ্রন্থ)
২--দেবী দহন--(কবিতা গ্রন্থ)
ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকার সঙ্গে যুক্ত
প্রকাশিত অডিও ভিডিও সিডি--দিল্লি হাটার্স –এর তিন কবি