Advt

Advt

aamaar-lekhalekhi-o-sanjher-pradip-kabita-poem-poetry-by-dr.-prakash-adhikari-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-লেখালেখি-সাঁঝের-প্রদীপ

aamaar-lekhalekhi-o-sanjher-pradip-kabita-poem-poetry-by-dr.-prakash-adhikari-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-লেখালেখি-সাঁঝের-প্রদীপ

১. আমার লেখালেখি


কিছু একটা লিখে দিয়ে

বোম-ভোলে হয়ে

বসে থেকেছি। বুঝেছি--

অনেক কিছু,গভীর কিছু

লিখে দিয়েছি...

 

কেউ বোঝে তো বোঝে

না বোঝে তো না বোঝে--

আমার বয়ে গিয়েছে...

খেয়েছে !

 

২.  সাঁঝের প্রদীপ


প্রয়োজন ফুরিয়ে গেছে বলে

মনে হয়। দিন কাটে তাই

নীরবতায় অবহেলায়...

 

সাঁঝের সাগর জলে দেখো

একটি নোঙর বাঁধা নৌকো

একা একা দোল খায়...

 

এই এক ছবি হয়ে যেন

এখন বেঁচে থাকা--

আর কিছু নয়... 

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবি পরিচিতি : 

জন্ম দিনাজপুর শহরে (১৩৬০ বঙ্গাব্দে)। অবসরপ্রাপ্ত বাণিজ্য বিষয়ের অধ্যাপক। উত্তরবঙ্গের লেখক। উল্লেখযোগ্য বই : " ছোট প্রাণ,  ছোট ব্যথা" ( অণু- কাব্য-গ্রন্থ ) , "গল্পের আঁকিবুকি" ( গল্প- গ্রন্থ), " The Least Developed SAARC Members : Bangadesh, Bhutan, Nepal & Maldives" ( প্রবন্ধ-গ্রন্থ ) ইত্যাদি । 

বঙ্গ ও বর্হিবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন ।