একের পর এক বছর ঘোরে
জীবন খাতার পাতা ওড়ে ।
তেইশের পর চব্বিশের নববর্ষ
জীবনে আনে নূতনের স্পর্শ ।
কত মহান জ্ঞানী - গুণীজন
ছেড়েছেন অটল আসন ।
কাল চক্রে ভাসে পুরাতন
হয় নূতনের আবাহন ।
মোরা শপথ করব সবে
পুরাতন গ্লানি দূর হবে ।
হবে না বিশ্বে মারণযুদধ
বাঁচবো মোরা পৃথিবীশুদ্ধ ।
জাতিধর্মে হবে না বিভেদ ,
মানুষে মানুষে হবে না ভেদ ।
সবে মিলে হাতে হাত ধরি
মোরা নব স্বর্গ রচনা করি ।
কবি পরিচিতি –
শিক্ষকতা ও সংসার সমুদ্রে ভাসতে ভাসতে সাহিত্য চর্চার সময়ে টান পড়েছিল এক সময়ে। মনের সুপ্ত বাসনা মনেই লুকিয়ে ছিল । সময় পেলেই খাতা, কলম নিয়ে বসে যান লিখতে। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন। মনের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো বেড়িয়ে আসে কবিতা হয়ে। কবিতাকে ভালবেসে ফেলেছেন।