বসন্তের অবসানে প্রথম বৈশাখে,
স্বেদবিন্দু জমে আজি সবার অধরে।
কুহেলি বিলীন হেরি শুষ্ক তরু শাখে,
কোকিলের সুর-তান ব্যাপ্ত চরাচরে।
ভৈরব বৈশাখ সাজে সাঁঝের ধরণীতে,
পুরাতন স্মৃতি জাগে নতুনের গানে।
প্রলয়ের শাঁখ বাজে ঈশান কোনেতে,
গোধূলি লুণ্ঠিত যেন দহনের বাণে।
মস্যাধারের কালি দিঘির সলিলে,
বালক বালিকা ছোটে সরোবর তীরে।
কালবৈশাখী নামে ধরণীর কোলে,
বিহঙ্গ উড়ে যায় বিটপীর নীড়ে।
ঘূর্ণী তুফানে বাড়ে বাদলের বারিধারা,
অম্বরের বুকে লাগে বিজুলির বান।
আম্রকাননে কারো নেই কোন তাড়া,
তাহাদেরই কোলে আজ আম্র সঁপিবে প্রাণ।
দূরে এক কোন বধূ শাঁখে দিয়া ফুঁ,
ছোট্ট গালিচা পাতে গৃহের আঙিনাতে।
প্রার্থনা করে মনে, পবন দেবতা শুধু,
তিষ্ঠে আজিকার মত অশান্ত ধরাতে।
রণে ভঙ্গ দেয়, সহসা মেঘের দল,
রামধনুর রঙ পুবে শোভা পায়।
স্কুলের প্রাঙ্গণে আজ পড়ুয়ার ঢল,
নবীনের আহ্বানে জলসায় গান গায়।
নতশিরে বৈশাখে প্রার্থনা সবে করি
ভুলিয়া বৈরিতা, যত অনাচার,
প্রীতি, শুভেচ্ছার সাথে নতুন সমাজ গড়ি,
বিজয় তোরণে লিখি, “শুদ্ধ, সদাচার” ।
হৃদয় গহনে একতার বন্ধনে,
যায়নি বিফলে মানবের ক্রন্দন।
কাব্যের হরফে, কবির গ্রন্থনে,
নববর্ষের গান রবে চিরন্তন।
কবি পরিচিতি -
শক্তি পদ মুখোপাধ্যায়ের লেখা কবিতা,গল্প এবং প্রবন্ধ বিভিন্ন সামাজিক মাধ্যমে পাঠকদের প্রশংসা লাভ করেছে। তিন বছর আগে শক্তিপদবাবুর লেখা এবং পরিচালনায় একটি গীতিনাট্য প্রভূত সাফল্যের সঙ্গে মঞ্চস্থ হয়। ওনার লেখা কবিতা, গল্প ও প্রবন্ধ বর্ডারলেস, পাসএজার, মলিকুল, বেটার দ্যান স্টারবাক্স, দি ড্রিবল ড্রেবল রিভিউ,তাৎক্ষনিক, দি পোয়েট, মাইন্ডফুল, ডিপ ওভারষ্টক, কাফেলিটম্যাগাজিন, ইন্ডিয়ান পিরিয়ডীকাল, ডাউন ইন দা ডার্ট, একাডেমী অফ দি হার্ট এন্ড মাইন্ড, মিউজ ইন্ডিয়া, বিবেকবার্তা, শব্দদ্বীপ ইত্যাদি পত্রিকায় প্রকাশিত হয়েছে।
