ভালোবাসা
অনন্ত কৃষ্ণ দে
আমার জীবনে আবার ভালোবাসা এলো
মৃত কোষে প্রাণ সঞ্চারের মত,
আমি
ঘরের সারা মেঝেতে তা ছড়িয়ে
দিলাম।
লুটোপুটি খাচ্ছে আমার
ভালোবাসা;
অন্য কারও জন্য, যে আমাকে
প্রজাপতি
এনে দেবে তার বাগিচা থেকে,
আয়নার সামনে দাঁড়িয়ে তাদের
নিয়ে
খেলা করবো আর প্রাণভরে
নিশ্বাস নেবো।
---------------------
সিন্দুক
অনন্ত কৃষ্ণ দে
মায়ের ঘরের এককোনে পড়ে আছে
বাক্সটা,
ওপরে পুরানো খবর কাগজের
অস্থায়ী আবাস।
কিছু ছেড়া-ফাটা বই; আর বাতিল
কাপড়চোপড়
ধুলোর সাথে চাপানো হয়েছে
তাতে।
মধ্যাহ্নে হাড়ভাঙা খাটুনির
পর, নিজস্ব অবসরে,
যখন অনেকে দিবানিদ্রায়
আচ্ছন্ন, তখন খুব
চুপিসারে; অভিসারে যান আমার
জন্মদাত্রী মা।
নিদারুন সতর্কতায় ধীরে ধীরে
উন্মুক্ত হয় বাক্সটা।
ফটো ফ্রেমে বাঁধানো চলে যাওয়া
মানুষটির ছবি
একদৃষ্টে চেয়ে চেয়ে দেখে দুটি
সজল নয়ন।
কখনও বা বিগলিত অশ্রুতে ঝাপসা
হয় সব
বাবার আমলের সিন্দুক সেই
বারি গ্রহন করে।
কবি পরিচিতি -