কল্পনার জাল বুনি
মনীষা কর বাগচী
দূর থেকে দেখে যাই
কল্পনার জাল বুনি
বুড়ো অশ্বত্থ দাঁড়িয়ে থাকে দুজনের মাঝখানে
শুভ দৃষ্টি হলনা...
জানি ফুল গাছেই সুন্দর
থাকতে দিয়েছি তাকে সেখানেই
শিকড় ছুঁয়ে ভালো থাকুক সে...
চাঁদ আকাশেই অনুপম মাধুর্য্য বিলায়...
চেয়ে থেকে সুখী হই।
কবি পরিচিতি -
কৈশোর কেটেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি গ্রামে। বৈবাহিক সূত্রে দিল্লিতে আসা । ছোটবেলা থেকেই লেখালিখি শুরু। স্কুলের ম্যাগাজিনে লেখা প্রকাশিত হত।
এ পর্যন্ত ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। দিল্লি, কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লেখা প্রকাশিত হয় । প্রতিদিনই কিছু না কিছু লেখেন। লেখার মধ্যেই আনন্দ খুঁজে পান।