Advt

Advt

কল্পনার জাল বুনি (কবিতা) - মনীষা কর বাগচী, Kalpanar Jal Buni (Poem) by Manisha Kar Bagchi, Tatkhanik Bengali / Bangla E Magazine

 কল্পনার জাল বুনি

মনীষা কর বাগচী


দূর থেকে দেখে যাই

কল্পনার জাল বুনি

বুড়ো অশ্বত্থ দাঁড়িয়ে  থাকে দুজনের মাঝখানে

শুভ দৃষ্টি হলনা...


জানি ফুল গাছেই সুন্দর

থাকতে দিয়েছি তাকে সেখানেই

শিকড় ছুঁয়ে ভালো থাকুক সে...


চাঁদ আকাশেই অনুপম মাধুর্য্য বিলায়...

 

চেয়ে থেকে সুখী হ‌ই।

কবি পরিচিতি -

কৈশোর কেটেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি গ্রামে। বৈবাহিক সূত্রে দিল্লিতে আসা । ছোটবেলা থেকেই লেখালিখি শুরু। স্কুলের ম্যাগাজিনে লেখা প্রকাশিত হত। 

এ পর্যন্ত ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। দিল্লি, কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লেখা প্রকাশিত হয় । প্রতিদিনই কিছু না কিছু লেখেন। লেখার মধ্যেই আনন্দ খুঁজে পান। 

কল্পনার জাল বুনি (কবিতা) - মনীষা কর বাগচী, Kalpanar Jal Buni (Poem) by Manisha Kar Bagchi, Tatkhanik Bengali / Bangla E Magazine