Advt

Advt

চিতা - বিমল মণ্ডল, Chita by Bimal Mandal, Tatkhanik Bangla / Bengali Free Web / Online Magazine

 

Image by Rajesh Balouria from Pixabay 

চিতা

বিমল  মণ্ডল, 

মেদিনীপুর

 

জ্বলছে চিতা রাস্তার  পাশে

পাহাড় উঁকি মারে

লাইনে  দাঁড়িয়ে  শবের সারি

কান্না ভাসে ঘরে ঘরে।

 

 কাঠের অভাব শ্মশান জুড়ে

আগুন দেবে কে?

আর কতদিন এমন হবে

থাকবে নরকে।

 

উড়ছে চিল,ঘুরছে কাক

কবর আর শ্মশানে

দু 'চার টুকরো মাংসের গন্ধে

আনন্দ জাগে প্রাণে।

 

দূর থেকে ওই হাড় ফাটে

স্বস্তিতে নিঃশ্বাসে

শিরায় শিরায় আগুন ছোটে

গন্ধ ফেরে বাতাসে।

 

কি ভাবে আর বাঁচবে কেমন

মৃত্যু শহর গ্রামে

মিছিল, মিটিং  চলছে জোর

শ্মশানের সিংহাসনে।

 

মৃত্যুর আশায় হাত পড়েছে

ধারালো  তরোয়ালে

প্রতিশ্রুতির সান্ত্বনা  ঘোরে

আড়ালে  আবডালে।

 

ছেলের থেকে বাবা-মা যায়

চিতার সারিতে

মা ও কাঁদে, বাবাও কাঁদে

ছেলের মৃত্যুতে।

 

কে বা কারা খোঁজে না আর

বাঁচার  আনন্দ

চিতার লাইনে দাঁড়িয়ে দেখে

কি সুন্দর মৃত্যু গন্ধ!

 

কবি পরিচিতি 

 

বিমল মণ্ডলের জন্ম  পশ্চিমবঙ্গের  পূর্ব মেদিনীপুর  জেলার  খেজুরী  থানার  -চৌদ্দচুলী  গ্রামে। অভাব তাঁর  নিত্য সঙ্গী । মায়ের অভাবের  সাথে যুদ্ধ করে বড়ো  হওয়া। মা- ই ছিলেন  তাঁর  জীবন দর্শন । প্রত্যন্ত গ্রাম থেকে   দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে   তিনি স্কুল  জীবন  শেষ  করে  বিদ্যাসাগর  বিশ্ববিদ্যালয়  থেকে   এম.এ পাশ করেন। লেখার  নেশা স্কুল  জীবন  থেকে।  তাঁর  প্রিয় নেশা বই পড়া এবং  নিম্নবর্গের  মানুষের  শিক্ষা,সংস্কৃতি ও ভাষা সংগ্রহ  করা।    তিনি বর্তমানে  পূর্ব মেদিনীপুর  জেলার নন্দীগ্রাম  থানার অন্তর্গত  আশদতলা  বিনোদ  বিদ্যাপীঠ  (উচ্চমাধ্যমিক) স্কুলের  সহকারী  শিক্ষক ।

তাঁর রচিত  উল্লেখযোগ্য  কাব্যগ্রন্থ গুলি  হলো অর্পণ, ফিরে পাওয়া কবিতা, শিরোনাম নেই, আকাশ তুমি জানো, বিশ্বাসের চুপকথা, বৃষ্টি আজ মেঘের আড়ালে,সরোবরের ভেতর চাঁদ,কথা,রোদের কোন অক্ষর নেই

সম্পাদিত গ্রন্থ-শব্দ যখন...। সম্পাদিত পত্রিকা-অঙ্কুরীশা।  প্রবন্ধ- কাজী নজরুল ইসলাম ;প্রসঙ্গ কবিও কাব্য। এছাড়া অজস্র  বড়ো ও  লিটল ম্যাগাজিনে নিয়মিত  গল্প, কবিতা, প্রবন্ধ প্রকাশিত।