Advt

Advt

mon-kharaper-chhaya-kabita-poem-poetry-by-bimal-mandal-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-মন-খারাপের-ছায়া

 

    mon-kharaper-chhaya-kabita-poem-poetry-by-bimal-mandal-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-মন-খারাপের-ছায়া
মন খারাপের  ছায়া

বিমল মণ্ডল, মেদিনীপুর

 

জানালা  ঘেঁষে  যায় সময় । অনন্ত জীবন

শূন্য  পথ। ক্লান্ত  ছায়া রোদ্দুর

দৈর্ঘ্য  মাপ। পৃথিবীর পুরোপুরি   ছায়া

ছোঁয়াচে  অক্ষর । নির্জনতা  বহুদূর ।

 

শাসন  সময়। পরিবর্তন  এ জীবন

উদাসীনতা  অসমান্তরাল। মনের আবেগে

মুখের  প্রতি বিপরীত  ছায়া প্রকাশ  চোখে

দৃশ্যতঃ  অল্প। পৃথিবী রোগ ভোগে।

 

সময় সামনে। ঋতুতে জয়গান

শরতের ছোঁয়া  মানুষের  শরীরে

সাহস নয়, ভয়, উসকানিতে ছড়িয়ে  বীজ সমারহে

মনখারাপের ছায়া। অপেক্ষা নয়। সময় কাল ধরে।