থামো
পৃথিবী, এবার তুমি থামো
অনন্ত কৃষ্ণ দে
থামো পৃথিবী, এবার তুমি
থামো
ধংসের মায়াজালে লুক্কায়িত
তোমার মুখমণ্ডল
শকুনের শ্যেন চোখ অবিরত
মৃতদেহ খোঁজে
চারিদিকে ক্রন্দন আর
ভয়াভয় হতাশা।
লকডাউন আর বিধিনিষেধের
ঘেরাটোপে মানুষ-
দিশেহারা, একরাশ চিন্তা আর আতঙ্কে ঘুম ভাঙ্গে
একফালি কাপড়ে মুখঢাকা
ত্রস্ত বিহ্বল জীবন
থামো পৃথিবী, এবার তুমি
থামো।
রুজির অভাবে অন্নহীন শয়ে
শয়ে শ্রমিক
দিকভ্রান্ত মাথাগুলোর
বেঁচেথাকার ব্যাকুল আর্তি
এখানে কেউ মিত্র নয়, উল্টোদিকে
মুখ করা জীবন
থামো পৃথিবী, এবার তুমি
থামো।
চিকিৎসার জন্য ত্রস্ত
মানুষ শ্বাপদকুলের মুখোমুখি-
শহরের এ প্রান্ত থেকে ও
প্রান্তে চষে ফেলে এ্যাম্বুলেন্সে
কালোবাজারি আর
মুনাফাখোরের কবলে নাভিশ্বাস মনন,
থামো পৃথিবী, এবার তুমি
থামো।