এক ই মন্ত্র
শোভনলাল আধারকার
এখন ও বুড়ো সূর্যটা জ্বলছে পশ্চিম গোলার্ধের মধ্য গগনে ,
আমি দুরন্ত আশা পূর্ব দিগন্তের পশ্চিম সমুদ্রপারে ,
নিদ্রিহীন ক্লান্ত স্বপ্নালু নয়ন,
অমলিন,উজ্বল নব কলেবর সুর্যের প্রতিক্ষার বনলতা সেন।
সেই সূর্যোদয় হবে কিটানুমুক্ত সদ্যস্নাতা আর এক নতুন পৃথিবী,
কোলাহল,দলাদলি,হানাহানি মুক্ত পবিত্র সুন্দর পৃথিবী -সুস্থ সবলা,
ঠিক যেমনটি ছিল তিন হাজার কোটি বছর আগে।
ব্যাক্টেরিয়া থেকে জীবনের যে যাত্রা হয়েছিল শুরু,
তিনশ বিশ কোটি বছর আগে
হতে পারেনা সে যাত্রার শেষ ক্ষুদ্রাতিক্ষুদ্র এক ভাইরাসের আক্রমনে।
শোন হে মানব ,হে অমৃতের সন্তান
জীবন এক পবিত্র তীর্থযাত্রা , নয় কোন ম্যারাথন
যুদ্ধ নয়,দ্বন্দ নয়,নয় শস্ত্রের হানাহানি,
কেবল একই মন্ত্র লও-
ভালবাসা,ভালবাসা-বাঁচো আর বাঁচতে দাও।
Tatkhanik digital bengali online e magazine