Advt

Advt

Chintar Khei and Dig Vranta, Two Poems / Poetry by Dr. Prakash Adhikary, Tatkhanik digital bangla / bengali online free e magazine, চিন্তার খেই ও দিগ্‌-ভ্রান্ত, কবিতা

Chintar Khei and Dig Vranta, Two Poems / Poetry by Dr. Prakash Adhikary, Tatkhanik digital bangla / bengali online free e magazine, চিন্তার খেই ও দিগ্‌-ভ্রান্ত, কবিতা

 

চিন্তার খেই...

ড. প্রকাশ অধিকারী 

 

যুদ্ধের কোন ধর্মাধর্ম নেই--

যুদ্ধ যুদ্ধই!

যুদ্ধে যদি শান্তি প্রতিষ্ঠা হতো

তবে হয়ে যেতো অনেক আগেই।

 

যুদ্ধ তো যুগে যুগে কম হলো না--

নৃশংসতা তো কম ছিল না 

মানুষ তো কম মলো না

লাঞ্ছনা তো কম হলো না...

শান্তির মুখ দেখা গেল কই?

 

এত যে ভোগান্তি 

এত যে অশান্তি 

সভ্যতাগর্বী মানুষের বোধোদয় 

হলো কই!

 

ভাবখানা যেন এই--

আমিই শ্রেষ্ঠ, 

দমবার পাত্র নই...

        --------------------

 

দিগ্-ভ্রান্ত

ড. প্রকাশ অধিকারী 

 

ইউক্রেনের কি রাশিয়াকে ভয় পাওয়ার 

কিছু ছিল?

সোভিয়েত-কালে ভালোই তো একসাথে 

ঘর করেছিল--

সুযোগ পেতেই কেনই-বা স্বাধীন হতে

গিয়েছিল!

স্বাধীন হলো তো হলো--

কেনই-বা ন্যাটোর ছাতার আশ্রয়ের কথা

ভেবেছিল?

 

তাতেই তো পুতিনের ভীষণ গুসসা হলো--

ইউক্রেন ছারখার করে দিলো।

ইউক্রেনের মানুষ ধ্বংস আর মৃত্যু ছাড়া

কী পেলো?

 

তার চেয়ে পুতিনের বশ্যতা স্বীকার করাই 

বুঝি যুক্তিযুক্ত ছিল--

ছিল ভালো!

কী বলো?

 

হাজার হলেও জার-সম্রাটের নীল-রক্ত 

আর সোভিয়েতের ঘন লাল রক্ত আছে

ওদের দেহে। ছুঁয়ে আছে

বিশাল রুশী ঈগল পাখা মেলে

ইউরোপ এশিয়ার সুদূর দুই প্রান্ত--

সম্ভ্রান্ত!


কবি পরিচিতি : 

জন্ম দিনাজপুর শহরে (১৩৬০ বঙ্গাব্দে)। অবসরপ্রাপ্ত বাণিজ্য বিষয়ের অধ্যাপক। উত্তরবঙ্গের লেখক। উল্লেখযোগ্য বই : " ছোট প্রাণ,  ছোট ব্যথা" ( অণু- কাব্য-গ্রন্থ ) , "গল্পের আঁকিবুকি" ( গল্প- গ্রন্থ), " The Least Developed SAARC Members : Bangadesh, Bhutan, Nepal & Maldives" ( প্রবন্ধ-গ্রন্থ ) ইত্যাদি । 

বঙ্গ ও বর্হিবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন ।   

Tatkhanik digital bengali / bangla online / web / e magazine.